৮,৪৭৬ কোটির লোন! এবার এই দেশে বিরাট ধামাকা করতে চলেছে টাটা গ্রুপ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপের (Tata Group) সংস্থা টাটা সন্স প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। মূলত, এই ইউনিটটি ব্রিটেনে একটি বিশাল ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপন করবে। এর জন্য, কোম্পানিটি ৭৫০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৪৭৬ কোটি টাকা) ঋণ নিয়েছে।

বড় পদক্ষেপ গ্রহণ করছে টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থা:

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এই বিষয়টির সম্পর্কে জ্ঞাত কিছুজনের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কারণ বিষয়টি এখনও অফিশিয়ালি প্রকাশ করা হয়নি। এই ঋণের জন্য প্রায় ১৫ টি ব্যাঙ্ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই ঋণটি Aegretus Energy Storage Solutions Pvt. Ltd.-এর জন্য নেওয়া হচ্ছে। চুক্তিটি চলতি মাসেই সম্পন্ন হয়েছে। এটি এই বছর কোনও ভারতীয় কোম্পানির জন্য সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা ঋণের মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

Tata Group is going to make a big splash in this country.

২ বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ঋণ ২ বছরের জন্য নেওয়া হয়েছে। এর সুদের হার স্টার্লিং ওভারনাইট ইনডেক্স এভারেজ (SONIA)-এর চেয়ে সামান্য বেশি হবে। ইতিমধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং টাকা আসতে শুরু করেছে। এই ঋণ এমন এক সময়ে গৃহীত হয়েছে যখন বিশ্বজুড়ে বাজারে অস্থিরতা চলছে এবং শুল্ক বৃদ্ধি পাচ্ছে। ব্লুমবার্গের তথ্য অনুসারে, ভারতীয় কোম্পানিগুলির নেওয়া বৈদেশিক মুদ্রার ঋণ ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বছর এখনও পর্যন্ত এটি ৬.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: বাংলাদেশকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন পুতিন? চিন্তা বাড়াচ্ছে ৩ টি যুদ্ধজাহাজ

Aegretus কী করে: জানিয়ে রাখি যে, Aegretus Energy Storage Solutions Pvt. Ltd. টাটা সন্স প্রাইভেট লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক প্রতিষ্ঠান। এটি ভারত এবং UK-তে ব্যাটারি সেল তৈরি করে। কোম্পানিটি গত বছর এক বিবৃতিতে বলেছিল যে এই কারখানাটি হবে UK-র বৃহত্তম কারখানা। যেটি ২০৩০ সালের গোড়ার দিকে দেশের মোটরগাড়ি সেক্টরের জন্য প্রয়োজনীয় ক্ষমতার প্রায় অর্ধেক সরবরাহ করবে। কোম্পানির মতে, এই কারখানাটি ওই দেশের অটোমোবাইল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পাশপাশি, সংস্থাটি ব্যাটারির চাহিদা পূরণেও সাহায্য করবে।

আরও পড়ুন: বিলিয়ার্ডসে ফের বাজিমাত করলেন কলকাতার সৌরভ কোঠারি! হলেন বিশ্বচ্যাম্পিয়ন

টাটা সন্সের তালিকাভুক্তির পক্ষে সওয়াল: ঋণের বোঝায় জর্জরিত শাপুরজি পালোনজি গ্রুপ টাটা গ্রুপের (Tata Group) হোল্ডিং কোম্পানি টাটা সন্সের তালিকাভুক্তির পক্ষে সওয়াল করেছে। এর জন্য তারা RBI-এর সাহায্য চেয়েছেন। এসপি গ্রুপ এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে অনুরোধ জানিয়েছে বলেও জানা গিয়েছে। গ্রুপটি বলছে যে, টাটা সন্সের তালিকাভুক্তি সকল স্টেকহোল্ডারদের জন্য উপকারী হবে। টাটা সন্সে এই গ্রুপের ১৮.৩৭ শতাংশ অংশীদারিত্ব রয়েছে এবং এটি কোম্পানির বৃহত্তম মাইনরিটি শেয়ারহোল্ডার। উল্লেখ্য যে, এসপি গ্রুপের বিপুল ঋণ রয়েছে এবং তা পরিশোধ করতে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X