দম ফুরালো ‘পরিণীতা’র, কোন মন্ত্রে ভর করে এখনো বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একটানা কয়েক মাস ধরে বাংলা সেরার স্থান ধরে রেখেছিল জি বাংলার ‘পরিণীতা’। টানটান উত্তেজনার পর্বে লাগাতার ভালো ফল করে আসছিল সিরিয়ালটি (Serial)। কিন্তু চলতি সপ্তাহে বড়সড় ধাক্কা খেল পরিণীতা। এক ধাক্কায় প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক। তার বদলে প্রথম স্থানে উঠে এসেছে একই চ্যানেলের দুটি সিরিয়াল (Serial) ফুলকি এবং জগদ্ধাত্রী।

সিরিয়ালের (Serial) টিআরপি তালিকায় বড় রদবদল হয়েছে

মাঝে হঠাৎ করে পিছিয়ে গেলেও দারুণ কামব্যাক করেছে ফুলকি। ইদানিং সিরিয়ালে (Serial) দেখানো হয়েছে কীভাবে রুদ্রর মুখোশ খুলে তাকে জেলবন্দি করে ফুলকি। শুধু তাই নয়, ইশিতার জারিজুরিও ফাঁস করে তমালের সঙ্গে ঝিনুকের বিয়ে দেয় সে। এই পর্বগুলি যে দর্শকদের বেশ পছন্দ হয়েছে তা স্পষ্ট বোঝা গিয়েছে টিআরপি তালিকা থেকেই।

How does jagadhatri serial still tops trp list

ভালো নম্বর তুলেছে জগদ্ধাত্রী: এ সপ্তাহের টিআরপি লিস্টে ফুলকির সঙ্গে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রীও (Serial)। বিস্ময়কর ব্যাপার হল, তিন বছর পূর্ণ করেও এখনো দর্শকদের অন্যতম প্রিয় ধারাবাহিক হয়ে রয়েছে জগদ্ধাত্রী। নতুন সিরিয়ালগুলির সঙ্গে টক্কর দিয়ে এখনও বাংলা সেরা হয়ে চলেছে এই ধারাবাহিক (Serial)। অনেক নতুন সিরিয়াল যেখানে মাত্র কয়েক মাস চলতে না চলতে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে জগদ্ধাত্রী শুধু যে ভালো নম্বর তুলছে তা নয়, বেঙ্গল টপারের তকমাও ছিনিয়ে নিচ্ছে তিন বছর পরেও।

আরো পড়ুন : বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! শুভেচ্ছা জানালেন দেবাংশু-অরুপ, “খোঁচা” দিয়ে কী লিখলেন কুণাল?

কীভাবে এখনও ট্রেন্ডিংয়ে জগদ্ধাত্রী: বর্তমান ট্রেন্ড অনুযায়ী, খুব বেশি সিরিয়াল (Serial) এক বছরের মাইলফলকই পার করতে পারে না। সেখানে দাঁড়িয়ে কোন মন্ত্রে এখনো এত সফল জগদ্ধাত্রী? অনেকের মতে, অন্যান্য সিরিয়ালের (Serial) তুলনায় জগদ্ধাত্রীর গল্প এখনো পর্যন্ত সেই উত্তেজনা, আগ্রহ ধরে রাখতে পেরেছে দর্শকদের কাছে। উপরন্তু ইদানিং গল্পের ট্র্যাক বদল হওয়ায় তা আরো বেশি দর্শক টানছে।

আরো পড়ুন : মদন বললেন, ‘ওহ লাভলি’, আমন্ত্রণ না পেয়ে আক্ষেপ কল্যাণের! দিলীপকে কী বললেন গর্গ-অরিত্র-মদন?

প্রসঙ্গত, টিআরপি ভালো ওঠার পাশাপাশি এখনো পর্যন্ত সবথেকে জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী। সোনার সংসার অ্যাওয়ার্ডেও বেশ কিছু পুরস্কার জিতেছে জগদ্ধাত্রী টিম। একাধিক বার শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও এখনো রীতিমতো নতুনদের টেক্কা দিয়ে ভালো ফল করে চলেছে সিরিয়ালটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X