বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনায় বড় সাফল্য সিটের। জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় সুতি থেকে গ্রেফতার করা হয়েছে মাস্টারমাইন্ড ইনজামুল হককে। রাজ্য সরকারের গঠন করা সিট তদন্তভার নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হল গ্রেফতারি। এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকারের দাবি, এরা নাকি সকলেই ‘পাড়ার ছেলে’।
মুর্শিদাবাদ (Murshidabad) ঘটনায় গ্রেফতার আরো ১
উল্লেখ্য, মুর্শিদাবাদে (Murshidabad) অশান্তির ঘটনায় কে উসকানি দিয়েছিল তা খতিয়ে দেখতেই সিট গঠন করো হয়েছে রাজ্য সরকারের তরফে। সামশেরগঞ্জ থানায় বুধবার প্রথম বৈঠক সারে ওই টিম। সেখানে উপস্থিত ছিলেন সুপ্রতীম সরকার সহ সিটের ৯ জন সদস্য। তারপর বৃহস্পতিবার সকালে সিটের কয়েকজন সদস্য নিহত বাবা ছেলের বাড়িতে যান। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার।
কী বললেন এডিজি দক্ষিণবঙ্গ: তিনি জানান, বাবা ছেলের খুনের ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কালু, দিলদারের পর গ্রেফতার করা হয়েছে ইনজামুল হককে। সুতির সুলিপাড়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সুপ্রতীম সরকার আরো জানান, প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল ধৃত ইনজামুল। খুনের ঘটনার পর এলাকার বেশ কিছু সিসিটিভি ফুটেজ নষ্ট করা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল সে। এডিজি দক্ষিণবঙ্গ আরো বলেন, খুনের ঘটনায় যারা যারা জড়িত রয়েছে প্রত্যেককে ধরা হবে আর তাদের শাস্তি নিশ্চিত করবে রাজ্য পুলিশ।
আরো পড়ুন : মদন বললেন, ‘ওহ লাভলি’, আমন্ত্রণ না পেয়ে আক্ষেপ কল্যাণের! দিলীপকে কী বললেন গর্গ-অরিত্র-মদন?
মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণ: এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার এদিন মন্তব্য করেন, মুর্শিদাবাদের (Murshidabad) পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিগত ৪ দিনে নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে বৃহস্পতিবারই ৭০ শতাংশ দোকানপাট খুলে গিয়েছে। শুক্র, শনিবারের মধ্যে বাকি দোকানগুলিও খুলে যাবে বলে মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : দম ফুরালো ‘পরিণীতা’র, কোন মন্ত্রে ভর করে এখনো বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’?
যারা ঘরছাড়া তাদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দু একদিনের মধ্যেই ফিরিয়ে আনা হবে তাদের। আশ্বাস দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ।