‘আমি আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক নই, ওঁকে..,’ বিয়ের আগেই কী বললেন দিলীপের হবু বউ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিজের রাফ অ্যান্ড টাফ মেজাজের জন্যই সর্বদা চর্চার শিরোনামে থাকেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এবারে ব্যতিক্রম। আর অকৃতদার থাকছেন না ‘দাবাং’ দিলীপ। মন দিয়ে বসেছেন দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিংকু মজুমদারকে। শুক্রের সন্ধ্যায় এক হচ্ছে চার হাত।

বিয়ের আগে কী বললেন দিলীপের হবু বউ? Dilip Ghosh

দিলীপ ঘোষ নিজের ‘ব্যক্তিগত’ জীবনে ‘বোল্ড’ সিদ্ধান্ত নিতেই শুরু হয়েছে চৰ্চা। বৃহস্পতিবার তাঁদের বিয়ের খবর চাউর হতেই রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। নিজের হবু বরকে নিয়ে কী বলছেন রিঙ্কুদেবী? গতকাল টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, ‘কিছু কিছু সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। নিজের কাজ নিজেকেই করতে হয়। কাউকে খুশি করা যায় না। ব্যক্তিগত সিদ্ধান্ত অন্যের উপর নির্ভর করে নেওয়ার কী দরকার আছে।”

রিঙ্কু বলেন, “আমি খুবই উদ্বেলিত।” রাজনীতিতে নিজের ‘বোল্ডনেসের’ জন্যই অধিক চর্চিত হন দিলীপ। তাঁর মুখে নাকি লাগাম লাগানো যায় না। এই প্রসঙ্গ উঠতেই রিঙ্কু বলেন, “ওইজন্যই আমি ওঁকে পছন্দ করি। আমার মধ্যেও রাষ্ট্রায়ত্ত বোধ রয়েছে। আমি আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক নই। ওঁকে আমার ওই জন্যই ভাল লেগেছে। ওঁর আত্মত্যাগ। দল, দেশ, রাজ্যের জন্য ওঁর যে নিষ্ঠা রয়েছে, এসবই আমাকে উদ্বুদ্ধ করেছে।”

শোনা যাচ্ছে মায়ের ইচ্ছাতেই বিয়ে করছেন দিলীপ ঘোষ। গতকাল রিঙ্কু বলেন, ‘মাকেও (দিলীপ ঘোষের মা) দেখাশোনা করব। রাজনীতিতে পুরোপুরি সামনে না এলেও পিছনে থেকে ওঁকে (দিলীপ ঘোষ) সমর্থন করব।” দিলীপবাবুর বাড়িতে বিয়ের আসর বসবে। ঘরোয়াভাবেই গুটিকয়েক কাছের মানুষকে নিয়ে বিয়ে সারবেন বিজেপি নেতা। বিকেল সাড়ে ৫টায় বিবাহের সময় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পাঁজর বেরিয়ে এসেছে, এক ধাক্কায় এত ওজন হ্রাস! অসুখের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন করণ

দিলীপের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, গত লোকসভা নিবার্চনের হারে বড় ধাক্কা পেয়েছিলেন দিলীপ। সেই বিষণ্ণ সময়েই তাঁকে বিবাহের প্রস্তাব দেন বন্ধু রিঙ্কু। রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। পেশায় মূলত গৃহবধূ। বছর পঁচিশের এক পুত্রের জননী। দিলীপ প্রথমে বিয়ের প্রস্তাবে রাজি হননি। পরে অবশ্য তিঁনি মত বদলান। মূলত মায়ের কথা ভেবেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপবাবু।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X