‘আবার প্রশ্ন বিক্রি করে ৫০০ কোটি তুলবে’, নতুন নিয়োগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার। আবার মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে ‘দাগি’ নন এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ শে ডিসেম্বর এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। এর মাঝেই কটাক্ষ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)

সুপ্রিম কোর্টের এই রায়ের পর খানিক স্বস্তি পেয়েছে রাজ্য। চাকরিহারাদের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন নিয়োগ প্রক্রিয়াতেও যে দুর্নীতি হবে না তার কি নিশ্চয়তা রয়েছে? চাকরিহারা শিক্ষকদেরই একাংশকে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে এ বিষয়ে। এবার একই সুর তুলে প্রশাসনকে কটাক্ষে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Suvendu adhikari took a dig at tmc on new ssc recruitment

ফের দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা: বৃহস্পতিবার শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘নতুন করে পরীক্ষা হওয়া মানে তৃণমূল আবার প্রশ্ন বিক্রি করবে। ভাইভার ১০ নম্বর তো রয়েছে তৃণমূলের হাতে। নিজের লোকদের দশের মধ্যে নয়-সাড়ে নয় দেবে আর যাদের বাদ দেবে তাদের এক-দুই করে নম্বর দেবে। এভাবে নির্বাচনের আগে আবার ৫০০ কোটি টাকা তুলবে’। তিনি আরো বলেন, বিষয়টা জটিল হয়ে গিয়েছে। যোগ্য শিক্ষকরা নিজেদের চাকরি বাঁচাতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট তাদের নয় মাসের বেতন নিশ্চিত করেছে। কিন্তু সবাইকে ফের পরীক্ষায় বসতে হবে। তৃণমূল এই সুযোগটাকেই কাজে লাগাবে বলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)।

আরো পড়ুন : পাঁজর বেরিয়ে এসেছে, এক ধাক্কায় এত ওজন হ্রাস! অসুখের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন করণ

মুর্শিদাবাদ নিয়ে বার্তা শুভেন্দুর: মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘এটা ধর্মযুদ্ধ। কাশ্মীরের মতো হিন্দুদের ওখান থেকে সরাতে চায়। আমি দুভাবে সমাধান বলতে পারি। এক, এনআইএ দিয়ে পুরো রুটটাই বন্ধ করে দেওয়া, আর দুই, যেখানে হিন্দুরা কম সংখ্যায় রয়েছে সেখানে কাশ্মীরের মতো প্রত্যেককে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দেওয়া হোক। কারণ প্রত্যেকের আত্মরক্ষার অধিকার রয়েছে।

আরো পড়ুন : এবার OMR এর কার্বনকপি হাতে পাবেন পরীক্ষার্থীরা? নিয়োগে স্বচ্ছতা আনতে একগুচ্ছ বদলের প্রস্তাব SSC-র

ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূল চেয়ারম্যান ইনজামুলকে গ্রেফতার করা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘গতকাল আমি টুইটে সব ফাঁস করে দিয়েছিলাম। এর আগে তৃণমূল বলেছিল, এর নেপথ্যে নাকি বাংলাদেশ আছে।’ এনআইএ তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া পর্যন্ত ওখানে আধাসেনা মোতায়েন রাখারও দাবি জানান শুভেন্দু। তাঁর আরো অভিযোগ, মুর্শিদাবাদের আসল ঘটনা নাকি রাজ্য সরকার চেপে গিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিজেরা খোঁজ নিয়ে প্রকৃত তথ্য জেনেছিল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X