বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক কিছু সময় ধরে চর্চায় রয়েছেন আমির খান (Aamir Khan)। ৬০ তম জন্মদিনেই তিনি প্রকাশ্যে এনেছেন নতুন প্রেমিকার নাম। দুটি বিয়েতে বিচ্ছেদের পর এবার তৃতীয় সম্পর্কে জড়িয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে লাইমলাইটে থাকলেও অনেকদিন হয়ে গেল পর্দায় দেখা নেই আমিরের। ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ করার পর লম্বা বিরতি নিয়েছিলেন আমির (Aamir Khan)। এবার শোনা যাচ্ছে, নতুন ছবি নিয়ে কামব্যাক করতে চলেছেন তিনি।
বলিউডে কামব্যাক করছেন আমির খান (Aamir Khan)
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan)। অন্য দুই খানের থেকে ছবির সংখ্যা কম হলেও বেশি সফল ছবি রয়েছে তাঁর কাছেই। কিন্তু সাম্প্রতিক কিছু সময় ধরে ভাগ্য একটু খারাপ চলছে তাঁর। পরপর দুটি ছবি ফ্লপ হয়েছে আমিরের (Aamir Khan)। বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পর থেকেই পর্দার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। তবে লম্বা বিরতির পর এবার বলিউডে কামব্যাক করতে চলেছেন তিনি।
কবে মুক্তি পাবে ছবি: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ‘তারে জমিন পর’ এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’ নিয়ে আসছেন আমির (Aamir Khan)। এবার সামনে এল সেই ছবির মুক্তির দিনক্ষণ। শোনা যাচ্ছে, আগামী ২০ শে জুনই নাকি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সিতারে জমিন পর। প্রথমে অবশ্য মে মাসেই মুক্তির দিন ঠিক করে রেখেছিলেন আমির (Aamir Khan)। ৩০ শে মে তেই নাকি ছবির মুক্তির তারিখ ভেবে রেখেছিলেন তিনি। কিন্তু পরে বক্স অফিসের কথা মাথায় রেখেই নাকি ছবির মুক্তি পিছিয়ে দেন আমির।
আরো পড়ুন : ‘আবার প্রশ্ন বিক্রি করে ৫০০ কোটি তুলবে’, নতুন নিয়োগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
কেমন হতে চলেছে ছবিটি: জানা যাচ্ছে, সিতারে জমিন পর মূলত একটি স্পোর্টস ড্রামা। তবে তাতে কমেডি এবং ড্রামার থাকবে সঠিক অনুপাতে। মোদ্দা কথা, আমিরের (Aamir Khan) চেনা স্টাইলই ধরা পড়বে এই ছবিতে। যদিও আমির জানান, ছবির চিত্রনাট্য শুনেই তাঁর পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু তিনি মুখ্য চরিত্রে থাকছেন না। তাঁকে দেখা যাবে একটি ছোট চরিত্রে।
আরো পড়ুন : ‘সারারাত কেউ ঘুমোচ্ছে না, যদি তুলে নিয়ে যায়’, মালদহের আশ্রয় শিবিরে আতঙ্কে ঘরছাড়া শরণার্থীরা
বর্তমানে ছবির প্রচারেই থাকে অর্ধেক খেলা। ট্রেলার আর প্রচার ভালো করতে পারলেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করা যাবে। আর ঠিক সেটাই করতে চলেছেন আমির। জানা যাচ্ছে, আগামী ১ লা মে অজয় দেবগণ অভিনীত ‘রেইড ২’ মুক্তি পেতে চলেছে। সেই ছবির মাঝেই নাকি থাকছে চমক। ছবির মাঝেই নাকি সিতারে জমিন পর এর ট্রেলার মুক্তির পরিকল্পনা করেছেন আমির। এখন থেকেই তাই এই ছবি ঘিরে উন্মাদনা বাড়ছে দর্শকদের মধ্যে।