নতুন জীবন শুরু করেছেন দিলীপ ঘোষ! নবদম্পতিকে শুভেচ্ছায় ভরালেন অভিষেক, লিখলেন, ভালোবাসায়…

Published On:

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়েছেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন এই দাপুটে নেতা। এই খবর সামনে আসার পর থেকেই শুভেচ্ছার ঢল নেমেছে। এবার যেমন নবদম্পতিকে শুভেচ্ছায় ভরালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

দিলীপকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন অভিষেক (Abhishek Banerjee)?

গতকাল সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দিলীপ-রিঙ্কু। ৬০ বছর বয়সে এসে ‘ব্যাচেলর’ তকমা ঘুচিয়েছেন বিজেপি নেতা। কাছের মানুষদের উপস্থিতিতে তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই নানান রাজনীতিক নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে দিলীপ-রিঙ্কুকে অভিনন্দন জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।


শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে এই নতুন শুরুর জন্য উষ্ণ অভিনন্দন জানাই। ভালোবাসার নিজস্ব সময় এবং নিজস্ব ছন্দ রয়েছে। আপনাদের একত্রে আসাটা সেই সুন্দর সত্যটাই প্রমাণ করে। আপনাদের দু’জনের জন্য সারা জীবনের সুখ, শান্তি ও সাহচর্য কামনা করি’।

আরও পড়ুনঃ ‘জঙ্গি, মৌলবাদীরা ব্রেনওয়াশ করছে’! ধুলিয়ানে TMC সাংসদ-বিধায়কের সামনেই জানানো হল বড় দাবি

এদিকে গতকাল সকালেই দিলীপের নিউটাউনের বাড়িতে উপস্থিত হয়েছিলেন গেরুয়া শিবিরের একাধিক নেতা-নেত্রী। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মহিলা মোর্চার সাধারণ সম্পাদক তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্য়ান্যরা ফুল নিয়ে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন। ফুল, মিষ্টি, কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন অভিষেক (Abhishek Banerjee)।

Abhishek Banerjee congratulated Dilip Ghosh Rinku Mazumdar

এদিকে দিলীপ ঘোষের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যাচ্ছে, চব্বিশের লোকসভা ভোটে পরাজয়ের পর বিষণ্ণ হয়ে পড়েছিলেন বিজেপি নেতা। রিঙ্কুই তাঁকে প্রথম বিয়ের প্রস্তাব দেন। বিজেপির সাবেক রাজ্য সভাপতি প্রথমে রাজি হননি। পরে নিজের মতবদল করেন। মূলত মায়ের কথা ভেবে জীবনের নতুন ইনিংস শুরু করার সিদ্ধান্ত নেন দিলীপ। অবশেষে বৈশাখী সন্ধ্যায় দিলীপের আবাসনেই চারহাত এক হয় দু’জনের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X