বাংলা হান্ট ডেস্কঃ জল্পনা চলছিল। এবারে তাই সত্যি হচ্ছে। আগামীকাল বামেদের ব্রিগেড সমাবেশে (Brigade) বক্তা তালিকায় নাম নেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee)! খবর সামনে আসতেই শুরু হৈচৈ। বেশ কিছুদিন ধরে দলের অন্দরেই কৌতূহল চলছিল ব্রিগেডের বক্তা তালিকায় মীনাক্ষীর নাম আছে তো? এবারে শোনা যাচ্ছে বাদ পড়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ‘তরুণ’ মুখ মীনাক্ষী।
ব্রিগেডের বক্তা তালিকায় নাম নেই মীনাক্ষীর | Minakshi Mukherjee
আগামী ২০ এপ্রিল (রবিবার) বামেদের বিগ্রেড সমাবেশ। বরাবরই দলের এই ধরণের মঞ্চে প্রবীণ নেতারাই কেবল বক্তব্য রাখেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। পক্ককেশের নামে ঠাসাঠাসি ব্রিগেডের বক্তা তালিকা। তবে জল্পনা চলছিল শেষমুহূর্তে হয়তো মীনাক্ষীর নাম রাখা হবে। তবে তা হল না।
দলের অন্দরেই কর্মীদের মধ্যে চর্চা চলছিল, রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে মীনাক্ষীকে নিয়ে যা উন্মাদনা রয়েছে তাতে সকলের ইমোশনকে গুরুত্ব দিয়ে হয়তো মীনাক্ষীকে রাখা হবে বক্তা তালিকায়। প্রসঙ্গত, চার গণ সংগঠনের তরফে আগামীকাল, রবিবার ব্রিগেড ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কৃষক, শ্রমিক-সহ প্রান্তিক অংশের মানুষের রুটি-রুজির প্রশ্নে জোর দেওয়ার ডাক দিয়ে ব্রিগেড সমাবেশে যাচ্ছে সিপিএম।
এ বারের ব্রিগেডের উদ্যোক্তা সিপিএমের শ্রেণিভিত্তিক সংগঠন কৃষক, খেতমজুর এবং শ্রমিক ফ্রন্ট। নিয়োগ-দুর্নীতিতে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা এবং কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদও অন্তর্ভুক্ত হয়েছে ব্রিগেড সমাবেশের একগুচ্ছ দাবির সঙ্গে। ব্রিগেডকে কেন্দ্র করে সিপিএমের একাধিক নেতা-নেত্রীরা বক্তব্য রাখবেন। মাঝে শোনা যাচ্ছিল আলিমুদ্দিনের নেতাদের তরফে মীনাক্ষীকে মঞ্চে রাখা হচ্ছে। কিন্তু ফাইনাল বক্তা তালিকায় নাম নেই ডিআইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের।
আরও পড়ুন: মুর্শিদাবাদে মহিলাদের উপরে চলছে যৌন নিপীড়ন! ঘরছাড়াদের সঙ্গে কথা বলে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন
তবে বক্তা হিসেবে না থাকলেও শ্রোতা হিসেবে ব্রিগেডে উপস্থিত থাকবেন মীনাক্ষী, এমনটা সূত্র মারফত খবর। মীনাক্ষী জনপ্রিয় একজন বক্তা, সেই ‘ঝাঁঝালো’ বক্তার তালিকায় নাম না থাকায়, শুরু হয়েছে নানা প্রশ্ন। এর আগে ইনসাফ যাত্রা, সিপিএমের রাজ্য সম্মেলনে সুবক্তা হিসেবে দেখা গেছে। ২০২৪ সালে মীনাক্ষীর আয়োজনে ‘ইনসাফ যাত্রা’ সমাবেশে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। গত বছর সিপিএম এর যুব সংগঠনের ব্রিগেড (Kolkata Brigade) সমাবেশে বক্তা হিসেবে মূল আকর্ষণ ছিলেন মীনাক্ষী। কিন্তু এবারের ব্রিগেডে মীনাক্ষী শুধুই শ্রোতা।
আরও পড়ুন: সুপ্রিম-নির্দেশের পর ধোঁয়াশা! কারা মাইনে পাবেন, কারা পাবেন না? SSC কাণ্ডে সামনে বড় আপডেট
খবর চাউর হতেই একাধিকবার মীনাক্ষী মুখোপাধ্যায় কে ফোন করা হয় বাংলাহান্টের তরফে নেত্রীকে ফোনে পাওয়া যায়নি। সিপিএম নেতৃত্বর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
কারা রয়েছেন ২০২৫ ব্রিগেড বক্তার তালিকায়?
নাম রয়েছে দলের রাজ্য সম্পাদক প্রবীণ বক্তা মহম্মদ সেলিম, অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে’র।