সুবিধা বাড়ল সরকারি কর্মীদের! এবার জারি করা হল নয়া নির্দেশিকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের চাকরিজীবনে একাধিক সুবিধা পান সরকারি কর্মচারীরা (Government Employees)। চাকরির সুরক্ষা তথা জব সিকিউরিটির পাশাপাশি ডিএ, এইচআরএ সহ নানান ভাতা পান তাঁরা। বছরের শুরুতেই আবার অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সদ্য মহার্ঘ ভাতাও (Dearness Allowance) বাড়ানো হয়েছে। এই আবহে সামনে আসছে বড় খবর! এবার জারি করা হল একটি নির্দেশিকা।

উপকৃত হবে হাজার হাজার সরকারি কর্মী (Government Employees)!

কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২% হারে ডিএ বাড়ানো হয়েছে। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জারি করা হল একটি নির্দেশিকা। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম তথা সিজিএইচএস কার্ডের বিষয়ে সেখানে বলা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যে সকল সরকারি কর্মীর (Central Government Employees) মাসিক বেতন থেকে CGHS-এর জন্য অবদান কাটা হয়, তিনি স্বয়ংক্রিয়ভাবে সিজিএইচএস পরিষেবা কার্ড পাওয়ার অধিকারী। সংশ্লিষ্ট কর্মী কার্ডের জন্য আবেদন না করলেও এটি প্রযোজ্য হবে। জানা যাচ্ছে, কার্ডের জন্য আবেদন না করায় কর্মীরা যাতে অন্যায়ভাবে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘গুলি খেতেও তৈরি, নবান্ন অভিযান হচ্ছেই’! স্পষ্ট জানিয়ে দিলেন SSC কাণ্ডে চাকরিহারারা

যে সকল কর্মীর মাসিক বেতন থেকে সিজিএইচএসের টাকা কাটা হয়, তাঁদের প্রত্যেকের জন্য কার্ড (CGHS Card) ইস্যু করতে হবে। প্রত্যেক মন্ত্রক ও বিভাগকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মেমোর‍্যান্ডামে বলা হয়েছে, অনুদান দেওয়া সত্ত্বেও বহু সরকারি কর্মী সিজিএইচএস কার্ডের জন্য আবেদন করতে ব্যর্থ হন। এমতাবস্থায় তাঁদের কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা অন্যায্য।

উল্লেখ্য, সিজিএইচএস তথা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম একটি বাধ্যতামূলক স্বাস্থ্য প্রকল্প। যে সকল কর্মীর বাড়ি সিজিএইচএস ডিসপেনসারি অঞ্চলের মধ্যে পড়ে, তাঁদের ক্ষেত্রে নিজে থেকেই অনুদান কেটে নেওয়া হয়। মন্ত্রকের মেমোয় স্পষ্ট বলা হয়েছে, এই ধরণের কর্মীদের ক্ষেত্রে আলাদা করে সিজিএইচএস কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন পড়ে না।

Central Government employees 8th Pay Commission CGHS latest update

এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ, এই ধরণের কর্মীদের স্বয়ংক্রিয়ভাবে সিজিএইচএস পরিষেবা কার্ড জারি করার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। যে সকল ক্ষেত্রে একাধিকবার বলার পরেও কর্মীরা আবেদন করতে ব্যর্থ হয়েছেন, সেসব ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো উচিত যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সদ্য ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন। সেই সঙ্গেই অষ্টম বেতন কমিশন সংক্রান্ত নানান জল্পনা কল্পনা চলছে। এই আবহে এবার কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হল। এর ফলে বহু সরকারি কর্মীর উপকার হবে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X