বলেছিলেন গুলি খেতেও তৈরি! সেই নবান্ন অভিযানই স্থগিত করলেন চাকরিহারারা, নেপথ্যে কোন কারণ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বলেছিলেন গুলি খেলেও নবান্ন অভিযান (Nabanna Abhijan) হবে। এবার সেই কর্মসূচীই আপাতত স্থগিত করে দিলেন চাকরিহারারা। শনিবার এই নিয়ে হাওড়া ও কলকাতা পুলিশ কমিশনারেটকে চিঠি লিখে ‘চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চে’র অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানিয়েছেন আগামী ২১ এপ্রিলের (সোমবার) নবান্ন অভিযান আপাতত স্থগিত করা হচ্ছে।

স্থগিত নবান্ন অভিযান Nabanna Abhijan

ঐক্য মঞ্চের তরফে জানানো হয়েছে, পরবর্তীতে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে আলোচনার পর এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশ ও কলকাতা পুলিশকে চিঠি লিখে দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, ”আমরা আপাতত সাময়িকভাবে নবান্ন অভিযান স্থগিত রাখলাম। আশা করছি মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলে তাঁরা আমাদের কথা শুনবেন। আপাতত সেই আবেদন রাখব।’

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আবার পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ‘চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চে’র অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস। অর্থাৎ আপাতত হচ্ছে না কোনো নবান্ন অভিযান।

প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। গত বছরই এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের সেই রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। যার ফলে এক ধাক্কায় বাতিল হয়েছে প্রায় ২৬০০০ চাকরি। এই ইস্যুতেই উত্তাল রাজ্য রাজনীতি।

Nabanna

পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দেওয়া হয় সম্প্রতি। এবার এই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হল। ঐক্যমঞ্চ সূত্রে খবর, শুক্রবার ভবানী ভবন, লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে মঞ্চের নেতারা বৈঠকে বসেন। সেই বৈঠকে তাদের আশ্বাস দেন, তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারকে জানানো হবে।

Nabanna Abhijan called after SSC recruitment scam verdict

আরও পড়ুন: বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি, রবিতে কালবৈশাখী কোথায় কোথায়? আবহাওয়ার আগাম আপডেট জানুন

বৈঠকে পুলিশের শীর্ষ কর্তাদের আশ্বাস, যত দ্রুত সম্ভব মুখ্যসচিবের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে। এর পরেই নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। এরপর এই কর্মসূচী কবে হতে পারে সেই নিয়ে কিছু জানানো হয়নি। এই বিষয়ে মঞ্চের আর এক আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, ‘‘আমরা রবিবার একটি সাংবাদিক বৈঠক করব। সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নবান্ন অভিযান পরবর্তীতে কবে হবে, সেটা আমরা জানাব।’’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X