প্রথম দিনেই ‘জাট’কে টেক্কা, সানির ছবিকে ছাপিয়ে হু হু করে এগোলো অক্ষয়ের ‘কেশরি ২’!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বক্স অফিসে তেমন ঝড় তুলতে না পারলেও নতুন নতুন ছবির আমদানিতে পিছিয়ে নেই বলিউড। গত কয়েক মাসে পরপর মুক্তি পেয়েছে ‘সিকন্দর’, ‘জাট’ এবং সম্প্রতি ‘কেশরি চ্যাপ্টার ২’ও (Kesari Chapter 2) মুক্তি পেয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সলমন এবং সানি দেওলের ছবির টক্করের মাঝেই এন্ট্রি নিয়েছেন অক্ষয় কুমার। ভারতীয় বক্স অফিসে শুরুটা একটু ধীর গতিতে হলেও গ্লোবাল বক্স অফিসে প্রথম দিনের নিরিখে নেহাত মন্দ ব্যবসা করেনি কেশরি চ্যাপ্টার ২ (Kesari Chapter 2)।

মুক্তির দিন কত আয় কেশরি চ্যাপ্টার ২ (Kesari Chapter 2) এর?

শুক্রবার ১৮ ই এপ্রিল মুক্তি পেয়েছে কেশরি চ্যাপ্টার ২ (Kesari Chapter 2)। অক্ষয়ের প্রথম ছবিটির সিক্যুয়েল এটি। কোর্ট রুম ড্রামায় অক্ষয়ের সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনকে। বক্স অফিস রিপোর্ট বলছে, প্রথম দিন ভারতীয় বক্স অফিসে নেট ৭ কোটি ৭৫ লক্ষ টাকা এবং গ্রস ৯ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছে এই ছবি। পাশাপাশি বিশ্ব বাজারে প্রথম দিনে আয় হয়েছে প্রায় ৫ কোটি ৭৫ লক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৫ কোটি টাকা আয় হয়েছে প্রথম দিনেই।

Kesari chapter 2 surpassed jaat on the first day

জাটকে ছাপিয়ে গেল কেশরি ২: সানির জাট মুক্তি পেয়েছে আরও কিছুদিন আগে। ওই ছবিটি প্রথম দিনে তুলেছিল মোট ১৪ কোটি ৫০ লক্ষ টাকা। প্রথম দিনের আয়ের দিক দিয়ে সানিকে ইতিমধ্যেই টেক্কা দিয়ে দিয়েছেন অক্ষয়। মুক্তির দিন বক্স অফিসে প্রায় ১৭.৪০ শতাংশ দখল করেছিল কেশরি ২ (Kesari Chapter 2) এর হিন্দি সংস্করণটি। সকালে ১২.৬৭ শতাংশ থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে শতাংশের হার। দুপুর এবং রাতের শোতে অকুপেন্সি ছিল ১৯.৭৬ শতাংশ।

আরো পড়ুন: ‘বর্তমান সময়টা হয়তো…’ সিকন্দর এর ব্যর্থতায় কোণঠাসা সলমন, ভাইজানকে নিয়ে মুখ খুললেন ইমরান

আরো বাড়তে পারে আয়: অক্ষয়ের আগের ছবি ‘স্কাই ফোর্স’ মুক্তির দিনেই বিশ্ব জুড়ে প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই তুলনায় কেশরি ২ (Kesari Chapter 2) শুরুর দিকে পিছিয়ে থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ধীরে ধীরে আয় বাড়তে পারে এই ছবির।

আরো পড়ুন : ধরিয়ে দিল সিসিটিভি! মোদীর বিরুদ্ধে “যুদ্ধ” ঘোষণা করা পুরপ্রধানকেই দেখা গেল ধুলিয়ানের হামলায়

প্রসঙ্গত, কেশরি চ্যাপ্টার ২ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয়, আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। করণ ত্যাগী পরিচালিত ছবিটিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অজানা কিছু ঘটনার কথা উঠে আসবে। তবে এখনো পর্যন্ত দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X