বাংলাহান্ট ডেস্ক : আলটপকা মন্তব্যের জন্য বলিউডে উর্বশী রাউতেলাকে (Urvashi Rautela) টেক্কা দেওয়া কঠিন। মাঝে মাঝেই তিনি এমন সব মন্তব্য করে বসেন যে তার জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। শুধু তাই নয়, অনেক সময় বিপাকেও পড়েছেন উর্বশী (Urvashi Rautela)। সম্প্রতি এমনি এক কাণ্ড করে আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছেন উর্বশী। উত্তরাখণ্ডে বদ্রীনাথ ধামের কাছে নাকি তাঁর নামে উৎসর্গীকৃত মন্দির রয়েছে। একই রকম একটি মন্দির তিনি দক্ষিণ ভারতেও দেখতে চান বলে মন্তব্য করেন উর্বশী।
উর্বশীর (Urvashi Rautela) মন্তব্য নিয়ে শুরু বিতর্ক
অভিনেত্রীর মন্তব্য ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তারপরেই এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বদ্রীনাথ ধামের এক প্রাক্তন কর্মী। তিনি আপত্তি জানিয়ে মন্তব্য করেন, ওই মন্দিরটি হিন্দু পুরাণের অপ্সরা উর্বশীর (Urvashi Rautela) নামে উৎসর্গ করা রয়েছে, যা এক প্রাচীন শক্তিপীঠ। এমন ‘মিথ্যে এবং অবমাননাকর’ দাবির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতেই এবার বিবৃতি এল উর্বশীর (Urvashi Rautela) টিমের তরফে।
বিবৃতি এল অভিনেত্রীর টিমের: বিবৃতিতে বলা হয়েছে, ‘উর্বশী রাউতেলা বলেছিলেন যে উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। উর্বশী রাউতেলার মন্দির বলে দাবি করেননি তিনি। এখন মানুষ ঠিকমতো কিছু শোনেও না। শুধু উর্বশী বা মন্দির শুনেই ধরে নেয় যে সেখানে উর্বশী রাউতেলাকে পুজো করা হয়। আগে ভিডিওটি ভালো করে দেখে তারপর মতামত দিন’।
আরো পড়ুন : ‘বর্তমান সময়টা হয়তো…’ সিকন্দর এর ব্যর্থতায় কোণঠাসা সলমন, ভাইজানকে নিয়ে মুখ খুললেন ইমরান
কী বলেছিলেন উর্বশী: সাক্ষাৎকারে উর্বশী (Urvashi Rautela) দাবি করেছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নাকি তাঁকে ‘দামদামি মাঈ’ বলে ডাকত। বিবৃতিতে সে কথায় স্বীকৃতি দিয়ে বলা হয়েছে, এ বিষয়ে প্রতিবেদনও রয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যারা উর্বশীর (Urvashi Rautela) মন্তব্যের ভুল ব্যাখ্যা করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরো পড়ুন: প্রথম দিনেই ‘জাট’কে টেক্কা, সানির ছবিকে ছাপিয়ে হু হু করে এগোলো অক্ষয়ের ‘কেশরি ২’!
প্রসঙ্গত, যে সাক্ষাৎকার নিয়ে এত বিতর্ক সেখানে উর্বশীকে বলতে শোনা গিয়েছিল, উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। বদ্রীনাথ ধামের পাশেই রয়েছে ওই ‘উর্বশী মন্দির’। তাঁকে যখন প্রশ্ন করা হয়, সেখানে কি দর্শনার্থীরা প্রার্থনা করতে যান? উত্তরে হেসে উর্বশী বলেন, ‘মন্দিরে তো প্রার্থনাই করবে’। শুধু তাই নয়, তিনি এও বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁর ছবিতে মালা পরায়। তাদের কাছে তিনি ‘দামদামি মাঈ’ নামে জনপ্রিয়।