এক ধাক্কায় একগুচ্ছ সিনেমা ছাঁটাই নেটফ্লিক্সের! সময় থাকতে দেখে নিন প্রিয় ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিনোদনে বর্তমানে চলছে ওটিটির যুগ। প্রেক্ষাগৃহে ভিড় হলেও দর্শকদের একটা বড় অংশ ঝুঁকেছে ওটিটির দিকে। মূলত করোনা কালের সময় থেকেই ডিজিটালের জনপ্রিয়তা বাড়তে থাকে। উপরন্তু প্রিয় ছবি যতবার খুশি, যখন খুশি দেখার জন্য ওটিটির প্রতি একটা ভালোবাসা রয়েছে দর্শকদের অনেকেরই। আর এক্ষেত্রে নেটফ্লিক্স (Netflix) একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নেটফ্লিক্স (Netflix) থেকে সরে যাচ্ছে এই ছবিগুলি

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির মধ্যে নেটফ্লিক্স থাকবে তালিকার শুরুর দিকেই। বিভিন্ন ভাষার বিভিন্ন ধরণের সিনেমা, সিরিজ এক জায়গায় পাওয়ার জন্য নেটফ্লিক্সের (Netflix) জনপ্রিয়তা বরাবরই থাকে তুঙ্গে। তবে এবার এক ধাক্কায় বেশ কিছু জনপ্রিয় ছবি বিদায় নিতে চলেছে নেটফ্লিক্স (Netflix) থেকে। তাই সময় থাকতেই দেখে নিতে পারেন প্রিয় বা অদেখা ছবিগুলি।

These movies are being removed from Netflix

খুবসুরত- সোনম কাপুর এবং ফাওয়াদ খান অভিনীত ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। অনেকে প্রশংসা করেছিলেন, অনেকের আবার মোটেই পছন্দ হয়নি ছবিটি। বক্স অফিসে তেমন না চললেও নেটফ্লিক্সে (Netflix) এতদিন ধরে ছিল খুবসুরত। তবে এবার তা বিদায় নিতে চলেছে।

হায়দার- কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল হায়দার। শাহিদ কাপুরের অভিনয় এখানে ভূয়সী প্রশংসিত হয়েছিল। হ্যামলেট অবলম্বনে তৈরি ছবিটি এবার নেটফ্লিক্স (Netflix) থেকে বিদায় নিতে চলেছে শীঘ্রই।

জগ্গা জাসুস- অনুরাগ বাসু পরিচালিত ছবিটি ভিন্ন স্বাদের হওয়ায় দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারেনি। বক্স অফিসে ব্যর্থ হলেও নেটফ্লিক্সে (Netflix) এতদিন ছিল ছবিটি। তবে এবার সরে যেতে চলেছে জগ্গা জাসুস।

রঙ দে বসন্তি- বক্স অফিসে সফল, অত্যন্ত জনপ্রিয় ছবিটি নেটফ্লিক্সেও (Netflix) দর্শক টেনেছে। বহু দর্শকেরই প্রিয় এই ছবি এবার বিদায় নিতে চলেছে নেটফ্লিক্স থেকে।

আরো পড়ুন : প্রথম দিনেই ‘জাট’কে টেক্কা, সানির ছবিকে ছাপিয়ে হু হু করে এগোলো অক্ষয়ের ‘কেশরি ২’!

রাজনীতি- রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ জুটির এই ছবিটিও বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। প্রকাশ ঝা পরিচালিত ছবিটি দীর্ঘদিন ধরে নেটফ্লিক্সে (Netflix) মনোরঞ্জন করেছে দর্শকদের। তবে এবার বিদায় নেওয়ার পালা ছবিটির।

আরো পড়ুন : বদ্রীনাথের পাশেই ‘উর্বশী মন্দির’, তাঁর ছবিতে পরানো হয় মালা! বিতর্ক হতেই ‘হুঁশিয়ারি’ অভিনেত্রীর

দেব ডি- বলিউডে তেমন চর্চিত না হলেও ছবির চিত্রনাট্য, অভিনয় নজর কেড়েছিল সমালোচকদের। যদিও বক্স অফিসে দীর্ঘদিন ধরেই চলেছিল ছবিটি। নেটফ্লিক্সেও এতদিন ছিল দেভ ডি। তবে এবার শীঘ্রই বিদায় নিতে চলেছ ছবিটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X