‘দেবী’ হওয়ার শখ, উর্বশীর মন্তব্যে রেগে লাল উত্তরাখণ্ড পুরোহিত সংগঠন, মিলল চূড়ান্ত হুঁশিয়ারি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মন্দির বিতর্ক যেন পিছুই ছাড়ছে না উর্বশী রাউতেলার (Urvashi Rautela)। উত্তরাখণ্ডে বদ্রীনাথ ধামের পাশেই নাকি তাঁর নামে মন্দির রয়েছে। একই রকম মন্দির তিনি চান দক্ষিণ ভারতেও। উর্বশীর এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে ক্ষোভ উগরে দিয়েছেন পুরোহিতরা। উত্তরাখণ্ডের দুই পুরোহিত সংগঠন উর্বশীকে (Urvashi Rautela) ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

উর্বশীর (Urvashi Rautela) উপরে ক্ষেপলেন উত্তরাখণ্ড পুরোহিত সংগঠন

চার ধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতি তীব্র ক্ষোভ জানিয়েছেন উর্বশীর (Urvashi Rautela) বিরুদ্ধে। শনিবারই তাঁরা দাবি করেন ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে। কিন্তু উর্বশী (Urvashi Rautela) তা তো করেনইনি, উলটে তাঁর টিমের তরফে সাফাই দিয়ে বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, উর্বশী নাকি আদৌ এমন কোনো দাবিই করেননি, উপরন্তু আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

Uttarakhand priest group are furious over urvashi rautela comment

আইনি পদক্ষেপ সংগঠনের: জানা যাচ্ছে, শনিবারই দেহরাদুন থানায় গিয়ে ডিজিপির কাছে দুটি পৃথক স্মারকলিপি জমা দেন উর্বশীর (Urvashi Rautela) নামে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বদ্রীনাথ মন্দিরের কাছে অবস্থিত উর্বশী মন্দির নিয়ে একটি মিথ্যে বক্তব্য দিয়েছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। উর্বশী মন্দিরটি তাঁর নামে নামকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে আরো বলেছেন, দক্ষিণ ভারতেও একই নামে একটি মন্দির স্থাপন করা উচিত।

আরো পড়ুন : চোখ ধাঁধানো ব্যবস্থা, বিশ্বমানের সুযোগ সুবিধা! কোন রুটে চলবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন?

কী বলা হয়েছে স্মারকলিপিতে: স্মারকলিপিতে আরো বলা হয়েছে, অভিনেত্রীর এই মন্তব্য সনাতন ধর্ম এবং এবং উর্বশী (Urvashi Rautela) দেবীর মহিমায় বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করেছে। বিষয়টির দ্রুত নিস্পত্তি চেয়ে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলেছেন চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক। তিনি বলেন, উর্বশী (Urvashi Rautela) নিজেও উত্তরাখণ্ডের বাসিন্দা। তাঁর এ বিষয়ে সম্যক ধারণা থাকা উচিত। কিন্তু তিনি সস্তার প্রচার করতে গিয়েই এই ধরণের বিবৃতি দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে সতর্ক হতে হবে তাঁকে। এমনকি তিনি এও বলেছেন, পুলিশ যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে দুই সংগঠন একজোট হয়ে পদক্ষেপ করার কথা চিন্তা করবে।

আরো পড়ুন : পাশে থাকার বার্তা দিয়ে ‘কমরেডের’ নামই ভুলে গেলেন! ধুলিয়ানে নিহতের ভুল নাম বলে শুভেন্দুর নিশানায় সেলিম

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশীকে বলতে শোনা গিয়েছিল, উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। বদ্রীনাথ ধামের পাশেই রয়েছে ওই ‘উর্বশী মন্দির’। তাঁকে যখন প্রশ্ন করা হয়, সেখানে কি দর্শনার্থীরা প্রার্থনা করতে যান? উত্তরে হেসে উর্বশী বলেন, ‘মন্দিরে তো প্রার্থনাই করবে’। শুধু তাই নয়, তিনি এও বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁর ছবিতে মালা পরায়। তাদের কাছে তিনি ‘দামদামি মাঈ’ নামে জনপ্রিয়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X