‘ঘেন্না লাগে এদেশে থাকতে’, স্টেইনসের খুনি মুক্তি পাওয়ায় বিজেপিকে তুলোধনা কবীর সুমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অস্ট্রেলিয়ান মিশনারি গ্রাহাম স্টেইনসকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত মহেন্দ্র হেমব্রম মুক্তি পেয়েছেন। দীর্ঘ ২৫ বছর কারাবন্দী থাকার পর ওড়িশার কেওনঝর জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই এই ঘটনায় ক্ষুব্ধ গায়ক এবং গীতিকার কবীর সুমন (Kabir Suman)। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি মন্তব্য করেন, এমন দেশে থাকতে তাঁর ঘেন্না হয়।

স্টেইনসের খুনি মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ কবীর সুমন (Kabir Suman)

স্টেইনসকে নিয়ে গান লিখেছিলেন কবীর সুমন (Kabir Suman)। ‘শোনো গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস, আমি সংখ্যালঘুর দলে…’, যে গান শোনার পরেই নতুন প্রজন্মের অনেকেই পরিচিত হন নামটার সঙ্গে। সেই স্টেইনসের খুনি হিসেবে দোষী সাব্যস্ত হওয়া মহেন্দ্র হেমব্রম এখন জেল মুক্ত। জি ২৪ ঘন্টার সঙ্গে সাক্ষাৎকারে মনের ক্ষোভ উগরে দিয়েছেন কবীর সুমন (Kabir Suman)। তাঁর কথায়, বিজেপি সরকার যত রকম ভাবে পারে মানবতার অপমান করে চলেছে, দেশের মুখ পুড়িয়ে চলেছে। যারা মেরেছিল তাদের মধ্যে প্রধান অভিযুক্ত দারা সিং এর প্রশংসা করেছে বিজেপি সরকার। তাঁকে নায়ক হিসেবে দেখানো হয়েছে, ঠিক যেমন ভাবে বিলকিস বানোর খুনিদের মালা পরিয়ে জেল থেকে বের করা হয়েছিল।

Kabir suman furious as staines murderer got bail

বিজেপিকে কটাক্ষ গায়কের: সুমন (Kabir Suman) বলেন, শুধু ধর্মে হিন্দু হলেই সে ধর্ষক হোক বা খুনি, যেকোনো রকম দুষ্কর্ম, ব্যভিচারে লিপ্ত হলেও তারা এখন বীর। আর অন্য ধর্মের কেউ কিছু না করেও অপরাধী। ক্ষোভ, যন্ত্রণা ব্যক্ত করে সুমন (Kabir Suman) বলেন, “এই ৭৭ বছর বয়সে ইচ্ছে করলেও তো অন্য কোনো দেশে চলে যেতে পারব না। এসব দেখলে গা ঘিনঘিন করে”। তিনি আরো বলেন, ইহুদি হত্যাকারীরও একটা বন্দোবস্ত হয়েছিল। কিন্তু এ দেশে তো সেটাও হবে না। বরং যারা এ ধরণের খুনিদের শাস্তি চাইবে, তাকেই ফাঁসিতে ঝোলাবে। প্রবীণ গীতিকার বলেন, এসব শুনলে তাঁর রাগ হয়, কান্না পায়। স্টেইনসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্য দেশ থেকে ভারতে এসে কুষ্ঠ রোগীদের সেবা করছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। কিন্তু তার পুরস্কার কী হল? দুই ছেলের সঙ্গে জ্বালিয়ে মারল তাঁকে!

আরো পড়ুন : ‘নিজেদের ভালো ছবি দেবেন, অথচ…’, মুর্শিদাবাদ ইস্যুতে ট্রোলড ইউসুফ, বিতর্কের মাঝে ব্যাট ধরলেন কুণাল

কী বললেন সুমন: তীব্র রাগে সুমন (Kabir Suman) বলেন, ভদ্রলোকেরা মিষ্টি মিষ্টি কথা বলবেন। কিন্তু তিনি তেমন নন। তাঁর মতে, উলটে তাঁদেরই পুড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সুপ্রিম কোর্টের উপরে কিছু বললে জেল হবে। যদিও সুমনের (Kabir Suman) কথায়, এ দেশে থাকার থেকে জেলে থাকা ভালো। গায়ক এও বলেন, স্টেইনসের মৃত্যুর পর তাঁর স্ত্রী অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন। কবীর সুমনও একবার সে দেশে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। তিনি স্টেইনসের স্ত্রীর ঠিকানা জানতেন না। তবে তিনি জানান, তাঁর ইচ্ছা ছিল ভারতীয় হিসেবে তাঁর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসার।

আরো পড়ুন : ‘দেবী’ হওয়ার শখ, উর্বশীর মন্তব্যে রেগে লাল উত্তরাখণ্ড পুরোহিত সংগঠন, মিলল চূড়ান্ত হুঁশিয়ারি

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২২ শে জানুয়ারি ডাক্তার তথা ধর্মপ্রচারক গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনসকে এবং তাঁর দুই নাবালক পুত্রকে বন্ধ গাড়িতে ঘুমোনোর সময় পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হন মহেন্দ্র হেমব্রম এবং দারা সিং। যদিও মহেন্দ্র ছাড়া পেলেও দারা সিং এখনো জেলবন্দী রয়েছেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X