Breaking: হার্টে ব্লকেজ! গুরুতর অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস, হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ গুরুতর অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সোমবার সকালে কমান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাজ্যপাল বোসকে। সূত্রের খবর, হার্টে ব্লকেজ রয়েছে বোসের। ইতিমধ্যেই তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়েছেন।

অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বোস CV Anand Bose

এদিন বোসকে দেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালের চিকিৎসার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যপালের কিছুটা গুরুতর হওয়ার কারণে তাঁকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে অশান্তির আবহে সম্প্রতি মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা গিয়েছিলেন রাজ্যপাল। অশান্তি পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বারণ’ অমান্য করে মুর্শিদাবাদে যান রাজ্যপাল। প্রথমে তিনি শিয়ালদহ থেকে ট্রেনে চেপে মালদহের উদ্দেশে রওনা দেন। ছ’ঘণ্টা ট্রেন জার্নির পর মালদহে পৌঁছোন রাজ্যপাল।

মালদহে থেকে পরের দিন মুর্শিদাবাদে যান বোস। একাধিক উপদ্রুত এলাকাগুলি নিজে ঘুরে দেখেন। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনে সবরকম সাহায্য এবং প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে আশ্বাস দিয়ে এসেছিলেন বোস। মুর্শিদাবাদের ঘটনায় ৩ জনার মৃত্যু হয়েছে। সেখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। তার পর কলকাতায় ফিরে আসেন বোস। আর শহরে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল।

আরও পড়ুন: বজায় থাকল বিরাট-রোহিতের দাপট! কেন্দ্রীয় চুক্তির ঘোষণা BCCI-র, প্রথমবার স্থান পেলেন ৭ খেলোয়াড়

Governor CV Ananda Bose

প্রাথমিকভাবে সূত্রের খবর, এদিন সকালে আচমকাই অসুস্থ বোধ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সুগার ফল করে যায়। বুকে যন্ত্রনা ( chest congesetion) ছিল। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর হার্টে ব্লকেজের বিষয়টি ধরা পড়ে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X