যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আগে বড় খবর! SSC ভবন অভিযান চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কে যোগ্য, কে অযোগ্য? বাছাই করা সম্ভব হয়নি। যে কারণে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩ এপ্রিল এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sajiv Khanna) বেঞ্চ। যার জেরে একধাক্কায় বাতিল হয়েছে ২৫,৭৫২ জনের চাকরি। এই আবহে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর আশ্বাস মেলে, ২১ এপ্রিল যোগ্য ও অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করা হতে পারে। এবার তার আগে চাপ বাড়াতে বড় পদক্ষেপ নিলেন ‘যোগ্য’ শিক্ষকরা।

চাপ বাড়াতে কী পদক্ষেপ ‘যোগ্য’ শিক্ষকদের (SSC Recruitment Scam)?

গত বছরই দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। প্যানেল বাতিলের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এরপরেও যোগ্য-অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশের দাবিতে অনড় ছিলেন চাকরিহারারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে তালিকা প্রকাশের আশ্বাসও মেলে। আজ বিকেলের পর তা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করার সম্ভাবনা রয়েছে বলে খবর।

এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ওপর চাপ বৃদ্ধি করতে সল্টলেকে আচার্য সদন অভিযানে নামল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। সোমবার দুপুরে করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে জড়ো হন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা। এরপর এসএসসি ভবনের দিকে এগোতে শুরু করেন। যোগ্য-অযোগ্যের পৃথক তালিকা প্রকাশ না করা অবধি সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা।

আরও পড়ুনঃ সনাতনী হিন্দুদের সভায় অনুমতি দেয়নি পুলিশ! সোজা হাইকোর্টে ছুটলেন শুভেন্দু অধিকারী

যোগ্য-অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে ভরসা হল চাকরিপ্রার্থীদের ওএমআর শিট। তবে দুর্নীতির জেরে তা নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে সিবিআইয়ের (CBI) কাছে এর ‘মিরর ইমেজ’ আছে। সেই ‘মিরর ইমেজ’ সংগ্রহ করে তা প্রকাশ করায় আগ্রহী এসএসসি। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এমনটাই দাবি করা হয় বলে খবর।

ssc recruitment scam

অন্যদিকে যোগ্য-অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশের পাশাপাশি আরও বেশ কিছু দাবি জানিয়েছেন শিক্ষকদের সংশ্লিষ্ট সংগঠন। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র তরফ থেকে মেহবুব মণ্ডল বলেন, তালিকা প্রকাশ করার পর ‘অযোগ্য’দের অবিলম্বে কাজ থেকে বরখাস্ত করে দিতে হবে। তাদের এই দাবি সঙ্গত বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, এসএসসি (SSC Recruitment Scam) ২৬০০০ চাকরি বাতিল কাণ্ড নিয়ে মাসের শুরু থেকেই সরগরম বাংলা। এই আবহে চাকরিহারাদের দাবি মেনে যোগ্য-অযোগ্যর পৃথক তালিকা প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে। আজই সেই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরপর এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X