বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির (Virat kohli) সমগ্র বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছেন। শুধু তাই নয়, দেশ-বিদেশের তরুণ ক্রিকেটাররাও তাঁর অনুরাগীদের তালিকায় রয়েছেন। ভারতের তরুণ খেলোয়াড় মুশির খানও কোহলির একজন বড় ভক্ত। সম্প্রতি কোহলির কাছ থেকে একটি বিশেষ উপহার পেয়েছেন মুশির। যার ফলে তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন।
কোহলির (Virat Kohli) কাছ থেকে “বিরাট” উপহার পেলেন মুশির:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কোহলি (Virat Kohli) মুশিরকে তাঁর ব্যাট উপহার হিসেবে দিয়েছেন। ব্যাটটি পাওয়ার পর, মুশির কোহলির সামনেই কাঁদতে শুরু করেন। সোমবার পাঞ্জাব কিংস মুশিরের ভিডিও শেয়ার করে কোহলিকে ধন্যবাদ জানিয়েছে।
Thank You for making Musheer’s day, Virat bhaiya! ❤️ pic.twitter.com/ALqSrcZR18
— Punjab Kings (@PunjabKingsIPL) April 21, 2025
উল্লেখ্য যে, ভারতীয় দলের ব্যাটার সরফরাজ খানের ভাই মুশির, IPL ২০২৫-এ পাঞ্জাব কিংসের অংশ। ২০ বছর বয়সী অলরাউন্ডার মুশির এখনও IPL-এ অভিষেকের সুযোগ পাননি। PBKS-এর শেয়ার করা ভিডিওতে মুশিরকে বলতে দেখা গেছে, “আমি বিরাট (Virat Kohli) ভাইয়ের ব্যাট পেয়েছি। আমি তার সামনে কাঁদতে শুরু করি। আমি বলি, ভাই আমার একটা ব্যাট দরকার। আমি তাকে বলেছিলাম যে তোমার ব্যাট দিয়ে অনেক রান হয়েছে। সরফরাজ ভাই আমার জন্য তোমার ব্যাট নিয়ে আসত। তাই আমি তাকে বললাম, যদি তোমার একটা ভালো ব্যাট থাকে তাহলে আমাকে দাও। অথবা যদি তোমার একটা ভাঙা ব্যাটও থাকে, তাহলেও আমাকে দাও।”
আরও পড়ুন: ভারতের এই তারকা অভিনেতার জন্য জার্সিতে সই করলেন মেসি! ভিডিও সামনে আসতেই অবাক সকলে
মুশিরের এই ভিডিও দেখে ক্রিকেট অনুরাগীরাও আবেগপ্রবণ হয়ে পড়েন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট পাওয়ার পর মুশির ভাইয়ের আনন্দ দেখুন।” আরেকজন জানান, “বিরাট কোহলির সাথে দেখা করা প্রতিটি তরুণ খেলোয়াড়ের স্বপ্ন। মুশির খানের স্বপ্ন সত্যি হয়েছে।” আরেকজন লিখেছেন, “কিং কোহলি দয়ালু এবং নম্র।”
আরও পড়ুন: কীভাবে দিঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের মূর্তি? অবশেষে হল রহস্যের উন্মোচন
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত রবিবার পাঞ্জাব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়। আরসিবির তারকা ব্যাটার কোহলি (৫৪ বলে অপরাজিত ৭৩ রান) দুর্দান্ত অর্ধশতক করেন এবং পাঞ্জাবকে ৭ উইকেটে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁকে ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়। এদিকে, পাঞ্জাবকে হারানোর পর, আরসিবির কাছে ১০ পয়েন্ট রয়েছে। আরসিবি ৮ টি ম্যাচের মধ্যে প৫ টিতে জিতেছে এবং ৩ তে হেরেছে। আপাতত, পয়েন্ট টেবিলে বেঙ্গালুরু তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, পাঞ্জাব একই সংখ্যক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।