বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বর্তমানে উত্তাল বাংলা। একধাক্কায় প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি খুইয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বৈঠকের পর যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আশ্বাস মেলে। সোমবার সেই তালিকা প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছিল। তবে গতকাল সেই লিস্ট সামনে না আসতেই ফুঁসে ওঠেন চাকরিহারারা। সারারাত এসএসসি ভবনের (Acharya Sadan) সামনে অবস্থান করেন তাঁরা। এই পরিস্থিতিতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী।
কী বললেন ব্রাত্য বসু (Bratya Basu)?
শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি! যার জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কে যোগ্য, কে অযোগ্য বাছাই না হওয়ায় সকলের চাকরি বাতিল হয়েছে। এই আবহে যোগ্য-অযোগ্যর তালিকা সামনে আনার আশ্বাস মিলেছিল। যার ফলে আশায় বুক বেঁধেছিলেন চাকরিহারারা। তবে সোমবার সেই লিস্ট প্রকাশ না হতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রাতভর এসএসসি ভবনের সামনে চলে অবস্থান।
তীব্র আন্দোলনের মাঝেই চাকরিহারাদের ধৈর্য ধরার বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। গতকাল রাতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন ব্রাত্য। তিনি বলেন, ‘সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই জন্য এত অধৈর্য হলে চলবে না’।
আরও পড়ুনঃ সদ্য ২% DA বাড়িয়েছে কেন্দ্র! এর পরেই সরকারি কর্মীদের জন্য ‘খারাপ খবর’
শিক্ষামন্ত্রীর কথায়, ‘আমরা স্পষ্ট জানিয়েছি, যারা যোগ্য শিক্ষক, তাঁরা ৩১ ডিসেম্বর অবধি কাজ করবেন। মাইনে পাওয়া নিয়ে অসুবিধা নেই… আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। যোগ্য-অযোগ্যদের তালিকা দিতে আমাদের সুপ্রিম কোর্ট বলেনি। তবে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই কারণে এত অধৈর্য হলে চলবে না’।
ব্রাত্য (Bratya Basu) আরও বলেন, ‘যারা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে যারা যোগ্য রয়েছেন, তাঁরা যাতে মাইনে পান আমরা নিশ্চয়ই সেই চেষ্টা চালাব। আইনি পরামর্শ নিয়ে তালিকা দেবে বলেছিল এসএসসি। যেমন পরামর্শ পেয়েছে, সেই রকম কাজ করেছে’।
এদিকে যোগ্য-অযোগ্যর তালিকা না দেওয়ায় গতকাল সারারাত এসএসসি ভবনের সামনে অবস্থান করেন চাকরিহারারা। উঠতে থাকে স্লোগান, মধ্যরাতে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। সোমবার মহা সমাবেশের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ। আজ এই কর্মসূচিতে কী হয় সেটাই দেখার।