বাংলা হান্ট ডেস্ক: ভূস্বর্গে (Jammu and Kashmir) ফের ভয়াবহ হামলা! এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে সন্ত্রাসবাদী হামলা ঘটেছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, সন্ত্রাসবাদীরা পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। যার ফলে ১ পর্যটক মারা গেছেন এবং ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কাশ্মীরে (Jammu and Kashmir) ফের ভয়াবহ হামলা:
ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনী এবং মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে। জানিয়ে রাখি যে, পহেলগাঁওয়ের (Jammu and Kashmir) বৈসরান উপত্যকার একটি পর্যটন কেন্দ্রের ওপরের তৃণভূমি লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। সেই সময়ে সেখানে পর্যটকরা উপস্থিত ছিল। অনুমান করা হচ্ছে সন্ত্রাসবাদীরা ছদ্মবেশে ছিল।
ঘটনাস্থলে QAT পাঠানো হয়েছে: জানা গিয়েছে যে, ঘোড়ায় চড়ে থাকা পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীরা গুলি চালায়। এই আক্রমণে কিছু ঘোড়াও আহত হয়েছে। গোয়েন্দা নিরাপত্তা সংস্থা সূত্রের খবর, এই হামলায় টিআরএফ সন্ত্রাসবাদী সংগঠন জড়িত থাকতে পারে। জানা গিয়েছে, ২ থেকে ৩ জন হামলাকারী পুলিশ/সেনাবাহিনীর পোশাক পরে ছিল। এই হামলার পর, নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে এবং নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এদিকে, ইতিমধ্যেই ঘটনাস্থলে সিআরপিএফের অতিরিক্ত কুইক রিঅ্যাকশন টিম (QAT) পাঠানো হয়েছে।
পহেলগাঁও পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া যায়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পহেলগাঁও (Jammu and Kashmir) এমন একটি এলাকা যেখানে সন্ত্রাসবাদীর ঘটনা প্রায় নগণ্য এবং এটি পর্যটকদের জন্য নিরাপদ স্থান বলে বিবেচিত হয়। কিন্তু মঙ্গলবার সন্ত্রাসবাদীরা যেভাবে এই জয়গাটিকেই “টার্গেট” করেছে তার পর সেখানকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। পহেলগাঁও তার বন, স্বচ্ছ জলের হ্রদ এবং বিস্তীর্ণ তৃণভূমির জন্য পরিচিত।
আরও পড়ুন: ৮ ম্যাচে ৫ টি পরাজয়! গুজরাটের বিরুদ্ধে হেরে আরও সঙ্কটে KKR! পৌঁছতে পারবে প্লে-অফে?
এদিকে পহেলগাঁও (Jammu and Kashmir) পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। ওই এলাকায় কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে পৌছানো যায়। উল্লেখ্য যে, গত বছর, জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার গগনগীরে একটি নির্মাণ স্থানে সন্ত্রাসবাদীদের গুলিতে ১ জন ডাক্তার এবং ৬ জন নির্মাণ কাজে যুক্ত শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।