বাংলাহান্ট ডেস্ক : শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানাল, রত্নার আবেদন মতোই বাকি পাঁচজনেরও সাক্ষ্য গ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। পাশাপাশি অগাস্ট মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ মামলার নিস্পত্তি করতেও নির্দেশ দেয় শীর্ষ আদালত।
রত্নার (Ratna Chatterjee) পক্ষেই রায় সুপ্রিম কোর্টের
এই মামলায় আগেই নিজের বক্তব্য আদালতকে জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতে গত শুনানির দিনই রত্নার (Ratna Chatterjee) বক্তব্য চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্টে বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। এদিনের শুনানিতে রত্না আবেদনে জানান, তিনি যতজনের সাক্ষ্য গ্রহণের কথা বলেছিলেন, ততজনের সাক্ষ্য নেওয়া হয়নি। তিনি এদিন বলেন, নিম্ন আদালত দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। বাকি পাঁচজনেরও সাক্ষ্য গ্রহণের অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালত তাঁর সেই আবেদন মঞ্জুর করে।
রত্নার আবেদন খারিজ করেছিল নিম্ন আদালত: উল্লেখ্য, এর আগে আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলায় শোভন চট্টোপাধ্যায়ের হয়ে তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন। সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছিল ২০২৩ এর ৮ ই ফেব্রুয়ারি। অন্যদিকে রত্না (Ratna Chatterjee) প্রথমে আবেদন করেছিলেন, তাঁর পক্ষে অন্তত ১৮-২০ জন সাক্ষী দেবেন। কিন্তু নিম্ন আদালত সে আর্জি খারিজ করে দেয়। পরে সাক্ষীদের নতুন তালিকা দেন রত্না (Ratna Chatterjee)। আর্জি জানাষ, তাঁর পক্ষে সাতজন সাক্ষী দেবেন। সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তাঁর ছেলে, বাবা এবং ভাইয়ের নাম জমা দিয়েছিলেন।
আরো পড়ুন : ‘বাবা সিদ্দিকীর মতো হাল হবে…’, ১০ কোটি চেয়ে হুমকি ইমেল! সলমনের জন্যই বিপাকে জিশান সিদ্দিকী?
হাইকোর্টেও খারিজ হয় আবেদন: আদালত সেই আবেদনও খারিজ করে দেয়। উপরন্তু গত ১০ ই জানুয়ারি বিচারক জানান, মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ব্যক্তিরাই শুধুমাত্র সাক্ষ্য দিতে পারবেন। আর সেই প্রেক্ষিতেই রত্নার (Ratna Chatterjee) নিজের এবং তাঁর ছেলের সাক্ষ্য নেওয়া হবে বলে জানান নিম্ন আদালত। তারপর একই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। তবে সেখানেও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ রায় দেয়, বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ না করার রায়ই ঠিক।
আরো পড়ুন : বিধায়কদের ‘বেলাগাম’ খরচে বাধা! তৃণমূল নেতারই ৬৫ হাজারের চশমার বিল দেখে বড় পদক্ষেপ মমতার
নিম্ন আদালত এবং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রত্না। সেখানে তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। দুজনের সাক্ষ্যগ্রহণের পর এবার বাকি পাঁচজনেরও সাক্ষ্য গ্রহণের জন্য রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিনের শুনানির পর রত্না চট্টোপাধ্যায় বলেন, নিম্ন আদালত এবং হাইকোর্টে তাঁকে হেয় করতে অনেক চেষ্টা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে তিনি বিচার পেয়েছেন। এর জন্য দেশের বিচারব্যবস্থাকেও ধন্যবাদ জানান রত্না চট্টোপাধ্যায়।