‘রাগের বশে…’, ব্রাহ্মণদের উপরে ‘প্রস্রাব করা’ মন্তব্যের জন্য মাথা নোয়ালেন অনুরাগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ব্রাহ্মণদের নিয়ে কুৎসিত মন্তব্য করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্যের উপরে পালটা বিষ্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। পরিস্থিতি গড়িয়েছিল থানা পুলিশ পর্যন্ত। বিতর্ক হতে নিজের মন্তব্যের পক্ষে সাফাই দিয়েছিলেন অনুরাগ (Anurag Kashyap)। কিন্তু পরে তাঁর মেয়েকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপরেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন পরিচালক।

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অনুরাগ (Anurag Kashyap)

সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন অনুরাগ (Anurag Kashyap)। হিন্দিতে তিনি লিখেছেন, ‘রাগের বশে কাউকে উত্তর দিতে গিয়ে নিজের মর্যাদা হারিয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে খারাপ বলে ফেলেছিলাম। ওই সমাজের বহু মানুষ আমার জীবনে থেকেছেন, আজও রয়েছেন এবং অনেক কৃতিত্বও রয়েছে তাদের। আজ তারা, আমার পরিবার আমার মন্তব্যে আহত’।

Anurag Kashyap apologized for his comment on brahmin

কী লিখলেন পরিচালক: তিনি আরো লিখেছেন, ‘আমি নিজেই একথা বলে নিজের বক্তব্য থেকে সরে এসেছি। আমি অন্তর থেকে ক্ষমা চাইছি। এই সমাজকে আমি এমন কথা বলতে চাইনি, কিন্তু ঝোঁকের বশে কারোর জঘন্য মন্তব্যের উত্তর দিতে গিয়ে লিখে ফেলেছিলাম’। নিজের ‘অভদ্র ভাষা’র জন্য বন্ধু, পরিবার তথা ব্রাহ্মণ সমাজের কাছে ক্ষমা চেয়েছেন অনুরাগ (Anurag Kashyap)। সঙ্গে তিনি এও আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যাতে এমনটা না হয় তার জন্য নিজের রাগ সংবরণ করবেন তিনি।

আরো পড়ুন : ২৭ জনের মৃত্যু! কাশ্মীরে জঙ্গি হামলায় চরম হুঁশিয়ারি মোদীর, উপত্যকার উদ্দেশ্যে রওনা হলেন অমিত শাহ

কী নিয়ে হয় বিতর্ক: প্রসঙ্গত, ‘ফুলে’ নামে একটি আসন্ন ছবিকে ঘিরেই দানা বাঁধে বিতর্ক। উনিশ শতকে ফুলে দম্পতি দেশে জাতপাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ছবিটির বিরুদ্ধে আপত্তি প্রকাশ করে অখিল ভারতীয় ব্রাহ্মণ সমাজ এবং পরশুরাম আর্থিক বিকাশ মহামন্ডল। সেন্সর বোর্ডের তরফে কিছু কাটছাঁট করতে বলা হয়। এরপরেই দু সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। ওই ছবি সংক্রান্ত অনুরাগের (Anurag Kashyap) একটি পোস্টে পড়তে থাকে নানান মন্তব্য।

আরো পড়ুন : এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা, গোপনে DI দের কাছে পৌঁছে গেল ‘যোগ্য’দের তালিকা!

তার মধ্যে একটি মন্তব্যের উত্তরে পরিচালক লেখেন, ‘ব্রাহ্মণদের উপরে আমি প্রস্রাব করব। কোনো সমস্যা আছে?’ এরপরেই শুরু বিতর্ক। অনুরাগের বিরুদ্ধে অভিযোগ তো দায়ের হয়েছেই, উপরন্তু তাঁর মুখে কালি ছেটাতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে ব্রাহ্মণী সেনা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X