দেশে ফিরেই ‘অ্যাকশনে’ মোদী! বিমানবন্দরেই উচ্চপর্যায়ের বৈঠক! কাশ্মীর-কাণ্ডে কী পদক্ষেপ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ‘ভূস্বর্গে’ জঙ্গি হামলা (Terrorist Attack)। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৬ জন। তার মধ্যে বাংলারও তিন জন রয়েছেন। হৃদয়বিদারক এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই খবর পাওয়া মাত্রই ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর ফেরামাত্রই ‘অ্যাকশনে’ দেখা যাচ্ছে তাঁকে।

বিমানবন্দরেই উচ্চপর্যায়ের বৈঠক পিএম মোদীর (Narendra Modi)!

কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়েই দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী। সৌদি আরব সফর কাটছাঁট করে ফের ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। আর তারপরেই কাশ্মীর ইস্যুতে (Kashmir Incident) সক্রিয় হয়ে ওঠেন মোদী। দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রীর বার্তা, অপরাধীরা রেহাই পাবে না।

এদিন সকালে বিমানবন্দরে নামেন মোদী। এরপর সেখানেই একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ বেলা ১১টায় ফের একটি বৈঠকে বসবেন পিএম। প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠক আছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গেল কলকাতার বিতানের, ‘ভূস্বর্গে’ বেড়াতে গিয়ে বাংলা থেকে মৃত ৩

জানা যাচ্ছে, কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই যুদ্ধে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ । জার্মানি, রাশিয়া, ইজরায়েলের তরফ থেকে এই আশ্বাস মিলেছে বলে খবর।

Narendra Modi

ইতিমধ্যেই কাশ্মীর পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তিনি। এই জঙ্গি হামলার ঘটনার কড়া নিন্দা করেছেন আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলিতে সাধারণ নাগরিকদের ওপর যেসব হামলা আমরা দেখেছি, তার নিরিখে এই আক্রমণ বিশাল বড়। আমি অবিশ্বাস্যভাবে হতবাক। আমাদের পর্যটকদের ওপর এই হামলা একটি জঘন্য কাজ। এই হামলাকারীরা অমানবিক, পাশবিক…’।

কাশ্মীরে জঙ্গি হামলার এই ঘটনার আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। এই আবহে দেশে ফিরেই সক্রিয় হয়ে উঠলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। আজ বেলা ১১টায় তাঁর বাসভবনের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X