বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল নিয়ে বর্তমানে সরগরম রাজ্য। সুপ্রিম কোর্টের (Supreme Court) এক রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। যোগ্য থেকে অযোগ্য, চাকরিহারা হয়ে পড়েছেন সকলে। এই পরিস্থিতিতে তাঁদের বড় বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মাঠে ও কোর্টে লড়াই চলুক, বলেন পদ্ম নেতা।
মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ দিলীপের (Dilip Ghosh)!
এসএসসি মামলায় চাকরি হারানো শিক্ষকদের মাইনে জারি রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটিকে ভুয়ো প্রতিশ্রুতি হিসেবে দাবি করেন বিজেপি নেতা। তিনি স্পষ্ট বলন, এই মাসে কতজন মাইনে পেয়েছেন সেটা জানা দরকার। কেউ বেগার কেন খাটবেন? মুখ্যমন্ত্রী কখনওই মাইনে দিতে পারেন না। উনি শুধুমাত্র ভুয়ো দাবি করে চলেছেন।
মমতাকে (Mamata Banerjee) নিশানা করে দিলীপ এদিন বলেন, ’২৬ হাজার জনের চাকরি খেয়ে উনি মেদিনীপুর থেকে ১০ হাজার জনকে চাকরি দেবেন বলছেন। এটাও আরেকটি মিথ্যাচার। চাকরি, কারখানা, শিল্প, ব্যবসা, উনি কিছুই করতে পারেননি। এখনও মিথ্যে কথা বলে যাচ্ছেন। সরকারি চাকরিতেও উনি এত দুর্নীতি করেছেন যে এখন চাকরিজীবীদের পথে বসতে হচ্ছে। এটা ভীষণ দুর্ভাগ্যজনক’।
আরও পড়ুনঃ অযোগ্যদের বহিষ্কার করতে হবে! এবার হাইকোর্টে যাচ্ছেন যোগ্যরা! বড় কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের
মুখ্যমন্ত্রীর বেতন দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও এদিন মুখ খোলেন প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ। তিনি বলেন, আদালত মাইনে দিতে বলেনি। তাহলে কীসের ভিত্তিতে উনি মাইনে দেবেন, কেউ জানে না। দিলীপের কথায়, ‘যে শিক্ষকদের সম্মানহানি হল, তাঁদের সম্মান ফিরিয়ে দিতে পারবেন মুখ্যমন্ত্রী? তাঁদের এত বছরের পরিশ্রম জলে চলে গেল। আজ তাঁদের পথে বসতে হচ্ছে। পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। তার ক্ষতিপূরণ কি মুখ্যমন্ত্রী দিতে পারবেন?’
সোমবার যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ না হতেই এসএসসি (School Service Commission) ভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারারা। এভাবেই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, ‘এভবে আন্দোলন জারি রাখতে হবে। মাঠে ও কোর্টে লড়াই চলুক’।
উল্লেখ্য, এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল ইস্যুতে বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গ। এর আঁচ রাজ্য রাজনীতিতেও এসে পড়েছে। শাসকদলকে ক্রমাগত আক্রমণ করছে বিরোধীরা। এবার যেমন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চাকরিহারাদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি।