বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরে জঙ্গি হামলায় (Kashmir Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৬ জন। সেই তালিকায় নাম রয়েছে বাংলার তিনজনের। নিহতদের নাম সমীর গুহ, বিতান অধিকারী ও মনীশরঞ্জন মিশ্র। ইতিমধ্যেই কলকাতার পাটুলি নিবাসী বিতানের স্ত্রীয়ের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সমীরের বেহালার বাড়িতে উপস্থিত হলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
সমীরের পরিবারের পাশে থাকার আশ্বাস ফিরহাদের (Firhad Hakim)!
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বর্তমানে উত্তাল দেশ। সাধারণ মানুষ থেকে তারকা, শোকপ্রকাশ করেছেন সকলে। মঙ্গলবার রাতেই সরকারিভাবে মৃতের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা যায়, জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন এদেশের একাধিক রাজ্যের বাসিন্দা। পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে শুরু করে মহারাষ্ট্র, হরিয়ানার বাসিন্দাদের নাম রয়েছে মৃতদের তালিকায়। সেই সঙ্গেই আরব আমিরশাহী ও নেপালের দু’জন বিদেশিকেও খুন করা হয়েছে।
‘ভুস্বর্গে’ জঙ্গি হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে পশ্চিমবঙ্গের সমীর, বিতান ও মনীশরঞ্জের নামও রয়েছে। এর মধ্যে সমীর ও বিতানের বাড়ি কলকাতায়। অন্যদিকে মনীশরঞ্জন ছিলেন পুরুলিয়ার বাসিন্দা। জানা যাচ্ছে, নিহত মনীশরঞ্জন কর্মসূত্রে একজন আইবি আধিকারিক ছিলেন। সপরিবারে তিনি হায়দরাবাদে থাকতেন বলে খবর।
আরও পড়ুনঃ রাত পাহারার সময় একের পর এক কোপ! যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় উত্তেজনা মালদহে
জঙ্গি হামলায় প্রাণ হারানো বিতানের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তিগতভাবে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। অন্যদিকে সমীরের বেহালার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ফিরহাদ (Firhad Hakim)। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এটা কাপুরুষের মতো কাজ’। কেন্দ্রকেও এদিন নিশানা করেন রাজ্যের পুরমন্ত্রী।
উল্লেখ্য, পহেলগাঁও হামলায় এখনও অবধি ২৬ জনের প্রাণ গিয়েছে বলে খবর। বেসরকারি হিসেব এমনটাই বলছে। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। জানা যাচ্ছে, মৃতের সংখ্যার নিরিখে পুলওয়ামা কাণ্ডের পর এটি ভারতের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা। কাশ্মীরে হামলার খবর পেতেই বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরাধীদের রেহাই নেই, স্পষ্ট জানিয়েছেন তিনি।