বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার (Kashmir Attack) ঘটনা ঘটে। যেখানে সন্ত্রাসবাদীরা টার্গেট করে পর্যটকদের। এদিকে, এই নৃশংস ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। যাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের ৩ জন রয়েছেন। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, এই হামলা চলাকালীন জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে তারপরে গুলি চালায়। এমতাবস্থায় এই হামলার পরিপ্রেক্ষিতে রীতিমতো গর্জে উঠেছে সমগ্র ভারত।
কাশ্মীরে ভয়াবহ হামলা (Kashmir Attack):
শুধু তাই নয়, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়েও উঠেছে সমালোচনার ঝড়। জঙ্গিরা যেভাবে ভারতে প্রবেশ করে পর্যটকদের গুলি করেছে তাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন নেটিজেনরা। প্রত্যেকেই এই হামলার (Kashmir Attack) তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত যাতে জঙ্গিদের যোগ্য জবাব দেয় তার দাবি জানিয়েছেন।
Muslim Police officer of West Bengal laughs on death of Hindus in Pahalgam. pic.twitter.com/F2OXxdfXMl
— News Arena India (@NewsArenaIndia) April 23, 2025
ঠিক এই আবহেই পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার (Kashmir Attack) পোস্টে হাসির রিয়েক্ট দিলেন রাজ্যেরই একজন মুসলিম সরকারি আধিকারিক। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। যেটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: উপত্যকায় ভয়াবহ হামলা! সামনে এল সন্দেহভাজন ৩ জঙ্গির স্কেচ, জানা গেল নামও
মূলত, শাহীন আলম নামের ওই সরকারি আধিকারিকের ফেসবুক প্রোফাইল থেকে জানা গিয়েছে তিনি তারকেশ্বর রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। একদিকে যখন পহেলগাঁওতে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে হিন্দু পর্যটকদের গুলি (Kashmir Attack) করা হয়েছে সেই ঘটনায় একজন মুসলিম সরকারি আধিকারিকের হাসির প্রতিক্রিয়া সমালোচনার উদ্রেক করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কাশ্মীরের এই ভয়াবহ হামলার (Kashmir Attack) সাথে পাক মদতপুষ্ট সংগঠন দ্যা রেজিস্ট্যান্স ফোর্সের জঙ্গি সংগঠন ফ্যালকন গোষ্ঠী ওই আমলা চালিয়েছে বলে জানা গিয়েছে। যদিও, পাকিস্তান জানিয়ে দিয়েছে যে ওই হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।