‘শুধু দুর্ভাগ্যজনক ও ভয়াবহ নয়, বরং এই হামলা…’! পহেলগাঁও-কাণ্ডের পর মুখ খুললেন অভিষেক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকরাও রেহাই পাননি। বাংলা সহ দেশের নানান রাজ্যের মানুষের নাম রয়েছে মৃতদেহ তালিকায়। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শাসকদলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন অভিষেক (Abhishek Banerjee)!

পহেলগাঁওয়ে হামলা নিয়ে মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ। সেখানে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেন তিনি।


অভিষেক লেখেন, ‘জম্মু ও কাশ্মীরে হওয়া এই জঙ্গি হামলা শুধুমাত্র দুর্ভাগ্যজনক ও ভয়াবহ নয়, বরং এটি ভারত সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা। এটি সেই একই সরকার, যারা দাবি করেছিল, নোটবন্দি করলে তা কালো টাকার কারবার ও সন্ত্রাসবাসে অর্থনৈতিক মদত আটকে দেবে। এরাই দাবি করেছিল, ৩৭০ ধারার অবলুপ্তি করলে উপত্যকায় দীর্ঘ শান্তি ফিরে আসবে’।

আরও পড়ুনঃ ‘কাপুরুষের মতো কাজ’! কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সমীরের বাড়িতে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ফিরহাদ

তৃণমূল (TMC) সেনাপতি লেখেন, মঙ্গলবারের এই হামলা বুঝিয়ে দিল, এই সকল প্রতিশ্রুতি, নীতি ও প্রচার আসলে কতটা ব্যর্থ। পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। অভিষেক লেখেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি প্রার্থনা করি, ঈশ্বর যেন এই কঠিন সময়ে তাঁদের শক্তি ও শান্তি দেন। এই ঘটনায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি’।

abhishek banerjee

অভিষেকের পাশাপাশি পহেলগাঁও কাণ্ড নিয়ে সরব হয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya)। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ভাষণের ক্লিপিং শেয়ার করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনারা আমায় বলুন, যখন থেকে জম্মু ও কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়েছে, সেখানে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙেছে নাকি ভাঙেনি?’ এই ভিডিও শেয়ার করে দেবাংশু ক্যাপশনে লেখেন, ‘সত্যিই ওদের কোমর ভেঙে গিয়েছে মোদীজি!’

অভিষেক (Abhishek Banerjee), দেবাংশুর পাশাপাশি বাংলার একাধিক রাজনীতিক পহেলগাঁও হামলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আরও অনেকে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, এই জঙ্গি হামলার ঘটনায় বাংলার তিনজনের প্রাণহানি হয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X