রাজ্যকে ‘ঝটকা’ দিয়ে শুভেন্দুকে বড় নির্দেশ হাইকোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে সবুজ সংকেত। মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার শুভেন্দুকে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে বেঁধে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত।

শুভেন্দুকে অনুমতি হাইকোর্টের – Calcutta High Court

শুভেন্দুকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিয়ে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেখানে বিরোধী দলনেতা গেলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে তিনি কোনরকম রাজনৈতিক বক্তব্য রাখতে পারবেন না। প্রসঙ্গত, সম্প্রতি ওয়াকফ (Waqf) ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ (Murshidabad)! এখনও পুরোপুরি শান্তি ফেরেনি সেখানে। এরই মধ্যে মুর্শিদাবাদের যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন শুভেন্দু।

মুর্শিদাবাদে যেভাবে ঘরবাড়ি লুটপাট, প্রাণহানির ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে ওই এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, তাদের সাথে কথা চেয়ে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা। তবে পুলিশি অনুমতি না মেলায় শেষমেষ তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

এদিন আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন, অন্য দলের নেতা-নেত্রীরা যেখানে ধুলিয়ানে গিয়েছেন সেখানে বিধানসভার বিরোধী দলনেতাকে অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এদিকে পাল্টা রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, উনি বিরোধী দলনেতা। তাই ওখানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

BJP MLA Suvendu Adhikari goes to Calcutta High Court for his rally

আরও পড়ুন: ‘‘ইসলামিক সন্ত্রাসবাদ’ কেন উচ্চারণ করতে পারছেন না?’ কাশ্মীর-কাণ্ডে মমতাকে আক্রমণ তরুণজ্যোতির

পাল্টা শুভেন্দুর আইনজীবী বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এরপরই শুভেন্দুকে শর্ত সাপেক্ষে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শর্ত, মুর্শিদাবাদে যাওয়ার ২৪ ঘন্টা আগে স্থানীয় এসপিকে জানাতে হবে বিরোধী দলনেতাকে। শুভেন্দুর সঙ্গে দুই বিধায়ক ও নিরাপত্তারক্ষীরা যেতে পারবে বলে জানিয়েছে আদালত।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X