বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ক্ষণে ক্ষণে মুড সুইং। গত সপ্তাহেই টানা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। যার জেরে দাপট কমেছিল তাপমাত্রারও। তবে এবার বুমেরাং। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার গরম থাকবে চরমে। দোসর হবে আদ্রতাজনিত অস্বস্তি। কলকাতা সহ গোটা রাজ্যেই আপাতত বহাল থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ইতিমধ্যেইদক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার ও শুক্রবার এই দু’দিনই পশ্চিমের চার-পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম মুর্শিদাবাদে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
বৃহস্পতিতে পশ্চিমের জেলায় জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তবে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকেলের দিকে। তবে তাতে গরম থেকে স্বস্তি মিলবে না।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৪ এপ্রিল, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির
উত্তরবঙ্গেও (North Bengal Weather) এবারে বাড়বে তাপমাত্রা। একধাক্কায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব সামান্যই বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। এরপর রবিবার থেকে ফের বৃষ্টি হতে পারে। আপাতত বহাল থাকবে অস্বস্তি।