জঙ্গি হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করলেন বাংলার সাবির হোসেন! বললেন, সকল মুসলিম সমাজের মানুষের…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মিনি সুইজারল্যান্ড মুহূর্তে বদলে গেল মৃত্যুপুরীতে। ধর্ম যাচাই করে বেছে বেছে গুলিতে শেষ করে ফেলা হল কেবল হিন্দুদের। কয়েক মিনিটের হত্যালীলায় ‘নরকের’ রূপ নিয়েছে ভূস্বর্গ! কাশ্মীরের (Kashmir Attack) বুকে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। মূলত নিরস্ত্র সাধারণ পর্যটকদের টার্গেট করেছিল ওরা। হিন্দু পর্যটকদের হত্যার নিন্দায় সরব গোটা বিশ্ব। ফুঁসে উঠেছেন হিন্দুরা। এরই মধ্যে জঙ্গিহামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করে নজির গড়লেন বাঙালি যুবক (Muslim man)।

জঙ্গি হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করলেন সাবির হোসেন | Kashmir Attack

এদিন সব্যসাচী ভট্টাচার্য নামের এক আর এস এস এর প্রচারক সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখা, ‘পেহেলগাঁও এ ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করলেন মুসলিম শিক্ষক সাবির হোসেন’। ভিডিও বার্তায় ওই যুবক নিজেও সেকথা জানান। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

দেখা যাচ্ছে ওই যুবক ভিডিওতে বলছেন, ‘আমি সাবির হোসেন। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গিহামলার প্রতিবাদে আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিৎ।’ সাবির যোগ করেন, ‘কাশ্মীরে জঙ্গিহামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবি জানাই এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’

সব্যসাচী ভট্টাচার্যর পোস্ট করা সেই ভিডিওতে অনেকেই সাবিরকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন,শুভেৎসা।সাহসী পদক্ষ্যেপ।সতর্ক থাকবেন ও যোগাযোগ রেখে সততার সঙ্গে চলবেন,দেখবেন ভগবান আপনার ও পরিবারের ক্রম উন্নতি ,সুস্থ,শান্তিময় জীবন লাভ হবে।’

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ফের DA বৃদ্ধি! এবার ২% হারে বাড়াল সরকার! কবে থেকে হাতে আসবে?

আবার কেউ লিখেছেন, ‘ধর্ম ত্যাগ না করে সবাইকে মানব ধর্মের শিক্ষা দিতে এগিয়ে আসুন। ধর্মিয় মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলুন। মৌলবাদ নিমূল করুন।’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X