‘শ্বশুর-শাশুড়িকেই দেখতেন না, ক্ষতিপূরণ যেন…’! কাশ্মীরে নিহত বিতানের সদ্য বিধবা স্ত্রীকে নিয়ে বিস্ফোরক কুণাল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terrorist Attack) প্রাণ গিয়েছে বাংলার তিনজনের। তাঁদের মধ্যে একজন হলেন কলকাতার বিতান অধিকারী (Bitan Adhikary)। ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি। দেশে ফেরার পর স্ত্রীয়ের সঙ্গে কাশ্মীর বেড়াতে যান। সেখানেই জঙ্গি হামলার শিকার হন এই যুবক। বুধবার রাতে স্বামীর কফিনবন্দি দেহ নিয়ে কলকাতায় ফেরেন বিতানের স্ত্রী সোহিনী। এবার তাঁকে নিয়েই বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সরকার যদি বিতানের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাহলে পুরোটা যেন স্ত্রীকে না দেওয়া হয়, দাবি করেন তিনি।

বিতানের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)!

গতকাল রাতে স্বামীর নিথর দেহ নিয়ে কলকাতায় ফেরার পরেই কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী। বিমানবন্দরেই অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। বিতান-সোহিনীর সন্তানকে কোলে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোহিনী বলেন, আমার স্বামী আপনাদের ভীষণ মানতো স্যার। এবার সেই সোহিনীকে নিয়েই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা।


কুণাল লেখেন, ‘প্রথমে টিভিতে বাইট: হিন্দু মুসলমান বেছে মারেনি। পরে বিজেপি নেতাদের সামনে: হিন্দু বলে মেরেছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনের অন্তত কুড়িটি ফোন। ফেরার সব সাহায্য। ফিরে বিজেপির সামনে: আপনাদের ভরসায় ফিরেছি’।

আরও পড়ুনঃ বারুইপুরে দুই কাশ্মীরির ঠিকানায় চলছে ‘সন্দেহজনক’ কার্যকলাপ? বোমা ফাটালেন শুভেন্দু

তৃণমূল (Trinamool Congress) নেতা দাবি করেন, প্রয়াত বিতানের বাবা-মা অসহায়। ছেলের মৃত্যু হয়েছে। পুত্রবধূ তাঁদের কাছে থাকতেন বা তাঁদের দেখতেন বলে খবর নেই। কুণাল লেখেন, ‘মৃতের বাবা মা অসহায়। ছেলে নেই। পুত্রবধূ তাঁদের কাছে থাকতেন না, দেখতেন বলে খবর নেই। কলকাতাতেই অন্যত্র থাকতেন। বাবা মা অনিশ্চয়তায়। এখন শোকের বাতাবরণ। তাই অপ্রিয় প্রশ্ন তুলছি না। বাড়াবাড়ি রাজনৈতিক দ্বিচারিতার নাটক, শেখানো সংলাপে বিষ ছড়ানো দেখলে বলবই। যিনি যা মনে করেন, করবেন’।

কুণাল দাবি করেন, কাশ্মীরে নিহত বিতানের জন্য দুই সরকার যদি কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা করে, তাহলে সেটা যেন পুরোটা তাঁর স্ত্রীকে না দেওয়া হয়। অসহায়, বৃদ্ধ মা-বাবারও সাহায্যের দরকার, লেখেন তিনি।

TMC leader Kunal Ghosh shared an old picture with Mamata Banerjee

তৃণমূল (TMC) নেতার কথায়, ‘আপাতত একটা জরুরি বাস্তব কথা। প্রয়াত বিতান অধিকারীর পরিবারের জন্য দুই সরকার যদি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, তা যেন শুধু পুরোটা স্ত্রীকে দেওয়া না হয়। বিতানের বৃদ্ধ বাবা মায়েরও সাহায্য দরকার। ওঁদের পরিবারের যা সমীকরণ, তাতে এই দু’জন ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন’।

অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বর্তমানে গোটা দেশে শোকের বাতাবরণ। পশ্চিমবঙ্গের তিনজনও এই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন। বিতান অধিকারীর পাশাপাশি মৃত্যু হয়েছে সমীর গুহ এবং মনীশরঞ্জন মিশ্রের। এবার সেই বিতানের স্ত্রীকে নিয়েই বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সরকার যদি ক্ষতিপূরণ দেয়, তাহলে পুরোটা যেন সোহিনীকে না দেওয়া হয়, বিতানের মা-বাবারও সাহায্যের দরকার বলে জানিয়েছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X