তিনিই আন্দোলনের মুখ, অথচ তাঁর নামই বাদ! SSC বিতর্কে মুখ খুললেন চিন্ময়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি দুর্নীতি (SSC Scam) নিয়ে বিতর্ক অব্যাহত। একের পর এক ঘটনাক্রম নিয়ে প্রশ্নের ঝড় উঠছে বিভিন্ন মহলে। এই যেমন দুদিন আগে জানা গেল, স্কুল শিক্ষা দফতরের তরফে জেলা স্কুল পরিদর্শকদের যোগ্য অযোগ্যের তালিকা পাঠানো হয়েছে। যে তালিকা সাইটে প্রকাশ করার কথা ছিল তা নিয়ে এমন লুকোচুরির কারণ কী, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার জানা গেল, চাকরিহারাদের আন্দোলনের যিনি মুখ, সেই চিন্ময় মণ্ডলের নামই নেই এসএসসির (SSC Scam) পাঠানো তালিকায়!

এসএসসির তালিকা (SSC Scam) থেকে বাদ পড়লেন চিন্ময়

শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মণ্ডল। চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ। অথচ তাঁরই নাম বাদ গিয়েছে তালিকা থেকে। উল্লেখ্য, ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত নন, এমন ১৭ হাজার ২০৬ জন শিক্ষকদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার মধ্যে থেকেও আবার বাদ পড়েছেন ১,৮০৩ জনের নাম। তাদের ওএমআর শিটে একাধিক রয়েছে বলে দাবি করা হয় পর্ষদের তরফে।

Ssc scam protest leader Chinmoy mondal name not in list

কী বললেন চিন্ময় মণ্ডল: শেষ পর্যন্ত যেমন জানা গিয়েছে, ১৫ হাজার ৪০৩ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে এসএসসির (SSC Scam) তরফে, যা ডিআইদের পাঠানো হবে। জানা যাচ্ছে, এই তালিকা থেকেই নাকি বাদ পড়েছেন চিন্ময় মণ্ডল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ডিআইদের পাঠানো তালিকায় কোনো ‘অযোগ্য’ কারোর নাম নেই। তবে তালিকা খতিয়ে দেখতে গিয়ে দেখা গিয়েছে, অনেক যোগ্য ব্যক্তিদের নাম বাদ পড়েছে। তার মধ্যে রয়েছেন চিন্ময় মণ্ডল।

আরো পড়ুন : কাশ্মীরের ঘটনায় নীরব, পাক নায়ককে নিয়ে ছবির প্রচার! বয়কটের ডাক বাণী কাপুরকে

কথা বলেছেন চেয়ারম্যানের সঙ্গে: তিনি এও জানান, প্রথম নিয়োগের সময় তাঁর ডিআই ছিল কসবা। সেখান থেকেই তালিকা পাঠানো হয়েছে স্কুলে। কিন্তু সেই তালিকায় তাঁর নাম নেই। এ বিষয়ে চিন্ময় জানান, এসএসসি (SSC Scam) চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এমনটা হওয়ার কথা নয়। সেই সঙ্গে নাম বাদ পড়া জন্য তালিকা তৈরি করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন : কাশ্মীর হামলার জের, রাতারাতি বিরাট সিদ্ধান্ত মুসলিম বোর্ডের

প্রসঙ্গত, দুদিন আগেই জানা গিয়েছিল, কারা কারা স্কুলে যাবেন তার একটি তালিকা দিয়ে জেলা স্কুল পরিদর্শকদের একটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু যে তালিকা সাইটে প্রকাশ করার কথা ছিল, তা সরাসরি ডিআই দের কাছে পাঠিয়ে দেওয়ার কারণ কী তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X