বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা (Pahalgam Terror Attack) হয়েছে। প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এর মধ্যে পশ্চিমবঙ্গেরও তিনজন রয়েছে। এবার এই নৃশংস ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি (BJP) বিধায়করা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার গেটে পতাকা পোড়ানো হয়। এরপরেই বড় হুঙ্কার দেন রাজ্যের বিরোধী দলনেতা।
কাশ্মীর-কাণ্ডের প্রতিবাদে বড় পদক্ষেপ!- (Suvendu Adhikari)
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ইতিমধ্যেই পাক যোগ সামনে এসেছে। অপরাধীরা রেহাই পাবে না, স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে এবার পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বাংলার বিজেপি বিধায়করা। শুভেন্দু এদিন বলেন, ‘আমরা এর বদলা চাই। ছাব্বিশের বদলে ২৬০টা মুণ্ডু চাই’।
ভিডিওঃ https://www.facebook.com/share/r/1GtSPjrP21/
এদিন সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গও টেনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘মোদী থাকলে সম্ভব! ভরসা রাখুন, এবারও ওদের ভেতরে প্রবেশ করে সাইজ করে আসবে ভারতীয় সেনা’। সেই সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের ফের DA বৃদ্ধি! এবার ২% হারে বাড়াল সরকার! কবে থেকে হাতে আসবে?
শুভেন্দু বলেন, ‘গতকাল সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী তিনটি পোস্ট করেছেন। খেয়াল করে দেখুন, উনি সেখানে কোথাও পাকিস্তানকে আক্রমণ করেননি। উল্টে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে আমি আর এই বিষয়ে কিছু বলব না, যা বলার কাশ্মীরে শহিদ হওয়া পর্যটকের স্ত্রীয়েরা বলবেন’।
বুধবার রাতেই কলকাতায় পৌঁছেছে কাশ্মীরে (Kashmir Terror Attack) নিহত বিতান অধিকারী ও সমীর গুহর কফিনবন্দি দেহ। আজ মনীশরঞ্জন মিশ্রের নিথর দেহ পুরুলিয়া পৌঁছনোর কথা রয়েছে। গতকালই শুভেন্দুদের সামনে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী। ইতিমধ্যেই তাঁর সন্তানের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এই বিষয়ে কথা বলতে এদিন দুপুরে বিতানের স্ত্রী সহ পরিজনদের সঙ্গে দেখা করতে যান তিনি, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ প্রমুখেরা।
অন্যদিকে পহেলগাঁও-কাণ্ড নিয়ে বর্তমানে গোটা দেশে শোকের পরিস্থিতি। সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকে দুঃখপ্রকাশ করেছেন। নিহত পর্যটকদের পরিবারে এখন শোকের ছায়া। এই আবহে বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এর নেতৃত্বে ছিলেন।