হাড়ে হাড়ে টের পাচ্ছে পড়শি দেশ! ভারতের অ্যাকশনের পরেই বিরাট পতন পাকিস্তানের শেয়ার বাজারে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত বুধবারই পাকিস্তানকে (Pakistan) মোক্ষম জবাব দিতে একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। ঠিক এই আবহেই বৃহস্পতিবার পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন ঘটেছে। উল্লেখ্য যে, পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা এবং SAARC কাঠামোর অধীনে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা ছাড় বাতিল করা।

পাকিস্তানের (Pakistan) শেয়ার বাজারে বিরাট পতন:

এই পদক্ষেপগুলির পরে, পাকিস্তান (Pakistan) স্টক এক্সচেঞ্জ (PSX) তীব্রভাবে পতনের সম্মুখীন হয়েছে। বৃহস্পতিবার, PSX খোলার সময় থেকেই তীব্র পতন ঘটে। KSE-১০০ সূচক ২,৪৮৫.৮৫ পয়েন্ট বা ২.১২ শতাংশ কমেছে। প্রথম ৫ মিনিটের মধ্যেই সূচকটি ১১৪,৭৪০.২৯ পয়েন্টে নেমে আসে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন বিনিয়োগকারীরা।

Pakistan stock market plunges after India's action.

এদিকে, এর আগে গত বুধবারও PSX-এ দরপতন দেখা গিয়েছিল। জানিয়ে রাখি, ইতিমধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) পাকিস্তানের GDP বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৬ শতাংশ করেছে। ফিচ রেটিং-ও পাকিস্তানের (Pakistan) অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি কাশ্মীরে দুর্বল রুপির মূল্য, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তা-সম্পর্কিত অস্থিরতার দিকে ইঙ্গিত করেছে। এই সমস্ত কারণে, পাকিস্তানের অর্থনীতির ওপর বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হয়ে পড়েছে।

আরও পড়ুন: পহেলগাঁও হামলার কয়েক ঘন্টার মধ্যেই উধমপুরে জঙ্গিদের সাথে গুলির লড়াই! শহিদ সেনা কমান্ডো

ভারতের শেয়ার বাজার: তবে, আজ ভারতীয় বাজারেও পতন দেখা গিয়েছে। সেনসেক্স ২০০ পয়েন্টেরও বেশি পতনের সম্মুখীন হয়েছে। দুপুর ১ টা বেজে ৪৫ মিনিটে, সেনসেক্স ২৩৯.০৩ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে ৭৯,৮৭৭.৪৬-এ লেনদেন করছিল। অপরদিকে, নিফটি ৫০ সূচকও ৭৬.৮৫ পয়েন্ট অর্থাৎ ০.৩ শতাংশ কমে ২৪,২৫২.১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: পহেলগাঁও হামলায় খুশি পাকিস্তান? পাক হাইকমিশনে কেক হাতে ঢুকলেন কর্মচারী! সাংবাদিকরা প্রশ্ন করতেই….

এদিকে, জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ডঃ ভি কে বিজয়কুমার জানিয়েছেন যে, ভারতীয় অর্থনীতির শক্তি, আমেরিকার মন্দার ভয়, ডলারের দুর্বলতা এবং লাগাতার FII বিনিয়োগ (গত ৬ দিনে ২১,২৬৩ কোটি টাকা) ভারতকে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করেছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X