বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই বর্তমানে পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে গর্জে উঠেছে গোটা ভারত। ঠিক এই আবহেই পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম বড় আপডেট সামনে এনেছেন। আরশাদ গত বুধবার জানিয়েছেন যে, তিনি আসন্ন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় আগামী ২৪ মে বেঙ্গালুরুতে এনসি ক্লাসিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নীরজ চোপড়ার (Neeraj Chopra) আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
নীরজ চোপড়ার (Neeraj Chopra) আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন নাদিম:
কী জানিয়েছেন নাদিম: নাদিম বলেন, “এনসি ক্লাসিক প্রতিযোগিতা ২৪ মে, আর আমি ২২ মে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য কোরিয়ার উদ্দেশ্যে রওনা হব।” ২৭ থেকে ৩১ মে কোরিয়ায় সম্পন্ন হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য তিনি বেশ পরিশ্রম করছেন।
এদিকে, গত সোমবার সংবাদমাধ্যমের সাথে ভার্চুয়াল কথোপকথনে নীরজ (Neeraj Chopra) জানান, “আমি আরশাদকে একটি আমন্ত্রণ পাঠিয়েছি এবং তিনি বলেছেন যে তাঁর কোচের সাথে কথা বলার পরে সাড়া দেবেন। আরশাদ এখনও তাঁর অংশগ্রহণ নিশ্চিত করেননি।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার রেকর্ড থ্রো করে নাদিম সোনা জিতেছিলেন। যেখানে নীরজ ৮৯.৪৫ মিটার থ্রো করে জিতেছিলেন রুপো। এদিকে, নীরজ চোপড়ার তত্ত্বাবধানে হাওয়া এই জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স এবং জার্মানির থমাস রোহলারের মতো তারকারা অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন: হাড়ে হাড়ে টের পাচ্ছে পড়শি দেশ! ভারতের অ্যাকশনের পরেই বিরাট পতন পাকিস্তানের শেয়ার বাজারে
বেঙ্গালুরুতে হবে এনসি ক্লাসিক টুর্নামেন্ট: জানিয়ে রাখি যে, পর্যাপ্ত আলোর অভাবে নীরজ চোপড়া (Neeraj Chopra) ক্লাসিক প্রতিযোগিতার প্রথম পর্ব ২৪ মে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টটিকে বিশ্ব অ্যাথলেটিক্স কর্তৃক ক্যাটাগরি “এ” মর্যাদা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নীরজ বলেন, ‘আমি চেয়েছিলাম এই প্রতিযোগিতাটি পঞ্চকুলায় হোক, কিন্তু সেখানকার স্টেডিয়ামের আলোর ব্যবস্থা নিয়ে কিছু সমস্যা রয়েছে। তিনি বলেন, “ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ৬০০ লাক্স আলো চেয়েছিল। কিন্তু পঞ্চকুলায় এত আলোর ব্যবস্থা ছিল না এবং এটি প্রস্তুত করতে সময় লাগবে। তাই, আমরা টুর্নামেন্টটি বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সেখানে একটি দল আছে এবং সেখানে এটি আয়োজন করা খুব সহজ হবে।”
আরও পড়ুন: পহেলগাঁও হামলার কয়েক ঘন্টার মধ্যেই উধমপুরে জঙ্গিদের সাথে গুলির লড়াই! শহিদ সেনা কমান্ডো
অনেক তারকা খেলোয়াড় অংশগ্রহণ করবেন: জানিয়ে রাখি, এই ইভেন্টটি নীরজ (Neeraj Chopra) এবং জেএসডব্লিউ স্পোর্টস যৌথভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সহযোগিতায় আয়োজন করবে। যেখানে শীর্ষস্থানীয় বিশ্ব এবং ভারতীয় জ্যাভলিন থ্রোয়াররা অংশগ্রহণ করবেন। পিটার্স ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং রোহলার ছাড়াও কেনিয়ার জুলিয়াস ইয়েগো (২০১৬ সালের রিও অলিম্পিকে রুপো এবং ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী) ও আমেরিকার কার্টিস থম্পসনও এই টুর্নামেন্টে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।