বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর তারপরেই একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতের (India) তরফে। গত বুধবার সন্ধ্যেতেই প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়। সেখানেই কেন্দ্রীয় সরকার সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এর পাশাপাশি, ভারতে (India) পাকিস্তানি দূতাবাস বন্ধ রাখা এবং কোনও পাকিস্তানিকে ভারতীয় ভিসা না দেওয়ার ও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও, আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বড়সড় পরিকল্পনার পথে ভারত (India):
ঠিক এই আবহেই বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে রীতিমতো গর্জে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি স্পষ্ট জানান যে, জঙ্গি এবং ষড়যন্ত্রীদের কল্পনার থেকেও বড় সাজা দেবে ভারত (India)। প্রধানমন্ত্রী বলেন, “এই ভয়াবহ হামলা কেবল নিরীহ পর্যটকদের ওপরেই করা হয়নি। বরং, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপরেই হামলা করার দুঃসাহস দেখিয়েছে।”
Union Minister for Home Affairs and Cooperation, Shri Amit Shah and Minister of External Affairs, Dr S Jaishankar called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. pic.twitter.com/pk6XQFeHc5
— President of India (@rashtrapatibhvn) April 24, 2025
এমতাবস্থায়, প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়ে দেন যে, “এবার আতঙ্কবাদীদের যে ছোটখাটো জমি পড়ে রয়েছে সেগুলিও মাটিতে মিশিয়ে দেওয়া হবে।” আর প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়ার পরেই ভারতের (India) PoK দখলকে ঘিরে জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: পেহেলগাঁও হামলার জের? নীরজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন আরশাদ নাদিম, আসছেন না ভারতে
শুধু তাই নয়, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকের আগে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত হয়েছেন এবং তাঁদের কাশ্মীরের ভয়াবহ হামলা সম্পর্কে অবহিত করা হচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আমেরিকা থেকে শুরু করে রাশিয়া, চিন, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, পোল্যান্ড ইতালি কানাডা সহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: হাড়ে হাড়ে টের পাচ্ছে পড়শি দেশ! ভারতের অ্যাকশনের পরেই বিরাট পতন পাকিস্তানের শেয়ার বাজারে
অন্যদিকে, রাষ্ট্রপতি ভবনে একটি জরুরি বৈঠকে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এমতাবস্থায়, কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে ভারতের (India) বড়সড় পরিকল্পনা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।