বিকল্প পেনশন স্কিমেও না-খুশ কর্মীরা, অস্বস্তি বাড়ল কেন্দ্রের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পেনশন (Pension) ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষোভের জেরে কোণঠাসা সরকার। ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে কর্মীদের ক্ষোভ ছিল দীর্ঘদিনের। কর্মীদের মন জোগাতে আনা হয়েছিল বিকল্প পেনশন ব্যবস্থা। নতুন আর্থিক বছর থেকে ইউনিফায়েড পেনশন স্কিমের (Pension) ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত তাতে তেমন সাড়া পাওয়া যায়নি।বিকল্প পেনশন ব্যবস্থাকেও তেমন ভাবে ভরসা করতে পারছেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলত বড় বিপাকে পড়েছে সরকার।

পেনশন (Pension) নিয়ে ক্ষোভ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

কেন্দ্রের ন্যাশনাল পেনশন (Pension) স্কিম নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ রয়েছে দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে পেনশন ব্যবস্থা সংস্কারের নামে বিকল্প ব্যবস্থা আনা হয়। নাম দেওয়া হয় ইউনিফায়েড পেনশন স্কিম। মূলত কর্মচারীদের ক্ষোভ কমিয়ে ন্যাশনাল পেনশন (Pension) স্কিমকে আরো আকর্ষণও করে তুলতেই আনা হয় ইউনিফায়েড স্কিম। চলতি অর্থবছরের শুরুতেই নতুন এই স্কিম আনা হয়েছে।

Central government employees are not happy with new pension scheme

বিকল্প ব্যবস্থায় ভরসা নেই কর্মীদের: এখনো পর্যন্ত ২০ দিন পেরিয়ে গেলেও বিকল্প ব্যবস্থায় আশ্বস্ত নন কর্মীরা। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত মাত্র ১৫০০ জনই আবেদন করেছেন এই নতুন পেনশন (Pension) স্কিমের জন্য। আগামী ৩০ শে জুন পর্যন্ত আবেদন করা যাবে এই নতুন পেনশন স্কিমের জন্য। তার জেরেই চিন্তায় রয়েছে সরকার। উল্লেখ্য, নতুন এই বিকল্প ব্যবস্থাটিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে সরকার।

আরো পড়ুন : তিনিই আন্দোলনের মুখ, অথচ তাঁর নামই বাদ! SSC বিতর্কে মুখ খুললেন চিন্ময়

কী ব্যবস্থা থাকছে নতুন স্কিমে: নতুন ইউনিফায়েড পেনশন (Pension) স্কিমে অবসরের সময় শেষ ১২ মাস ধরে পাওয়া মূল বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে এর জন্য ২৫ বছর চাকরির সময়সীমা থাকতে হবে! অন্যদিকে ন্যাশনাল পেনশন (Pension) স্কিমে অবসরের পর ৬০ শতাংশ টাকা প্রত্যাহার করে নেওয়া যায়। এটা করমুক্ত। বাকি ৪০ শতাংশ টাকা অ্যানুয়িটি হিসেবে রাখতে হবে, যা পেনশন হিসেবে পাওয়া যাবে। তবে এই ব্যবস্থায় পেনশনের পরিমাণ কম বলেই অভিযোগ উঠছিল অনেক দিন ধরে।

আরো পড়ুন : টুরিস্ট স্পটগুলিতে নেই নিরাপত্তা! ঘটনার পর কী পরিস্থিতি কাশ্মীরে? ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন বাঙালি পর্যটক

বর্তমানে দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৪৮ লক্ষ। রিপোর্ট বলছে, তার মধ্যে থেকে প্রায় ২৭ লক্ষ ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় পেনশন পেয়ে থাকেন। মূলত ২০০৪ সালের পর থেকে যারা কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দিয়েছেন তারাই ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত। তার আগে পর্যন্ত কর্মচারীরা পড়েন সাধারণ পেনশন ব্যবস্থার আওতায়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X