বাংলা হান্ট ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি নারায়ণ শুক্লার বিরুদ্ধে এফআইআর দায়ের এর অনুমতি দিলেন সিবিআই-কে। বিচারপতি শুক্লার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের (Prevention of Corruption Act) আওতায় এফআইআর দায়ের করতে পারবে সিবিআই।
২০১৭ সালে নিয়ম বহির্ভূতভাবে একটি বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা বাড়ানোয়, হাত ছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি নারায়ন শুক্লার। সুপ্রিম কোর্টের আদেশ ভঙ্গ করায়, বিচাপতিদের প্যানেল দোষী সাব্যস্ত করেছে শুক্লাকে। ওই সময় বিচারপতি শুক্লাকে পদত্যাগ নিতে বলে সুপ্রিম কোর্ট। কিন্তু সে আদেশ অমান্য করেন তিনি।
গত মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কে চিঠি পাঠিয়ে সংসদের অধিবেশনে বিচারপতি শুক্লাকে ‘ইমপিচ’ করার জন্য ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এবার বেসরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতি মামলায় বিচারপতি নারায়ণ শুক্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে সিবিআই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার