সবসময় পাশে আছি! পেহেলগাঁও হামলার পর ভারতের উদ্দেশ্যে বিরাট বার্তা ইজরায়েলের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার পেহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সমগ্র বিশ্বজুড়ে একাধিক দেশে তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে ইজরায়েলের (Israel) বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর কোনওরকম লড়াইয়ের ক্ষেত্রে ওই দেশ ভারতের পাশে থাকবে। উল্লেখ্য যে, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে সামরিক পদক্ষেপ নিলে ইজরায়েল ভারতকে সমর্থন করবে কিনা, এই প্রশ্নের জবাবে ইজরায়েলের বিদেশ মন্ত্রকের আধিকারিক ওরেন মারমোর্শটাইন বলেন, “ইজরায়েল ভারতের পাশে থাকবে। বন্ধুরা এটাই করে। আমরা ভারতের পাশে আছি। এটাই আমাদের নীতিগত অবস্থান।”

কী জানিয়েছে ইজরায়েল (Israrel):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কাশ্মীরের পহেলগাঁও-তে পর্যটকদের ওপর হামলার কয়েক ঘন্টার মধ্যেই এই বিবৃতি সামনে এসেছে। এদিকে, ইজরায়েল (Israel) পাহেলগাঁও হামলার সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের নিজস্ব সংগ্রামের তুলনাও করেছে। বিশেষ করে ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলকে জর্জরিত করা হামাস-ধাঁচের হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

Israel has a big message for India after the Pehalgam attack.

এই প্রসঙ্গে মারমোর্শটাইন বলেন, “আমরা আরও মনে করি যে ইজরায়েলের (Israel) মাটিতে সংঘটিত হামলার সাথে এর বিরাট মিল রয়েছে। প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু গণহত্যা আসলে একই। ভারতের মতো, আমরাও সন্ত্রাসবাদের শিকার। জিহাদি চরমপন্থী মানসিকতায় নিরীহ অসামরিক নাগরিকদের লক্ষ্য করে যে ভয়াবহ সন্ত্রাস চালানো হচ্ছে তা আমরা গভীরভাবে বুঝতে পারি।”

আরও পড়ুন: বাংলাদেশে এবার ভারতের বিরুদ্ধেই প্রতিবাদ! দূতাবাসের দিকে এগিয়ে চললেন হাজার হাজার মানুষ

তিনি আটক জানান, “ভারত আমাদের বন্ধু এবং এই সংযোগ গুরুত্বপূর্ণ। আমরা জানি যখন উগ্রপন্থী সন্ত্রাসবাদীরা দেশের জনগণকে লক্ষ্য করে তখন কেমন অনুভূতি হয়। ইজরায়েল (Israel) ভারতের পাশে থাকবে, এবং আমরা এটাই করেছি এবং ভবিষ্যতেও করব।”

আরও পড়ুন: হতে চলেছে বড় ধামাকা? আরব সাগরে INS বিক্রান্ত-কে সক্রিয় করল ভারত

পাহেলগাঁও গণহত্যা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মঙ্গলবার পাহেলগাঁওয়ের বৈসরান এলাকায় পর্যটকদের উদ্দেশ্যে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। যার ফলে ২৭ জন প্রাণ হারান। সামরিক- অস্ত্রে সজ্জিত সন্ত্রাসবাদীরা সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ করেছিল বলে জানা গেছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X