শুরু ভারতের ‘অ্যাকশন’? পহেলগাঁও কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গির বাড়ি উড়ল তীব্র বিস্ফোরণে! 

Last Updated:
বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে ভয়াবহ হামলা মিনি সুইজারল্যান্ডে। স্বপ্নের ন্যায় উপত্যকা বদলে গিয়েছে মৃত্যুপুরীতে (Kashmir Attack)। জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির (Terrorist House) বাড়ি উড়ল বিস্ফোরণে (Blast)! জানা গিয়েছে, পুলওয়ামার ত্রাল এলাকায় বিকট বিস্ফোরণে জঙ্গি আসিফ শেখের বাড়ি উড়ে গিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
সূত্রের খবর, জঙ্গি আসিফ শেখের বাড়ি পুলওয়ামার ত্রাল সেক্টরের মোংঘামা এলাকায়। শুক্রবার ওই বাড়িটিতে জোরালো বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে
জানা গিয়েছে, পুলওয়ামার ত্রাল এলাকায় বিকট বিস্ফোরণ ঘটে। উড়ে গেছে জঙ্গি আসিফ শেখের বাড়ি। পুলিশ বাড়ির কাছাকাছি পৌঁছে দেখে বাড়ির ভেতর কেউ বা কারা নড়াচড়া করছে। এদিকে পরে অনন্তনাগের আদিল গুরে নামে অপর জঙ্গির বাড়িও বিস্ফোরণ ঘটেছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাড়ির ভেতর মজুত ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। সূত্রের খবর, প্রশাসনের তরফেই তাদের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সেনাবাহিনী। সেই সময়ই দেখা যায় বাড়িতে বিরাট পরিমাণ বিস্ফোরক জাতীয় কিছু মজুত করা রয়েছে। এরপরই তড়িঘড়ি সেনারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: ‘জয় অবশ্যম্ভাবী’! মঙ্গলে ‘সুখবর’ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা? DA মামলা নিয়ে বড় আপডেট

সেনাবাহিনীকে ফাঁদে ফেলতেই মজুত করা হয়েছিল বিস্ফোরক? প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হানায় যে চারজন জঙ্গি যুক্ত থাকার খবর মিলেছে, তাদের মধ্যে দুইজন কাশ্মীরের বাসিন্দা এই আদিল গুরে ও আসিফ শেখ, যাদের বাড়ি সেনারা উড়িয়ে দিল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X