#WATCH | Tral, J&K | Visuals of a destroyed house that is allegedly linked to a terrorist involved in the Pahalgam terror attack pic.twitter.com/luIH9rQIKR
— ANI (@ANI) April 25, 2025
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাড়ির ভেতর মজুত ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। সূত্রের খবর, প্রশাসনের তরফেই তাদের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সেনাবাহিনী। সেই সময়ই দেখা যায় বাড়িতে বিরাট পরিমাণ বিস্ফোরক জাতীয় কিছু মজুত করা রয়েছে। এরপরই তড়িঘড়ি সেনারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
#WATCH | Anantnag, J&K | Visuals of a destroyed house that allegedly belonged to a terrorist involved in the Pahalgam terror attack pic.twitter.com/hYav2gUpCC
— ANI (@ANI) April 25, 2025
আরও পড়ুন: ‘জয় অবশ্যম্ভাবী’! মঙ্গলে ‘সুখবর’ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা? DA মামলা নিয়ে বড় আপডেট
সেনাবাহিনীকে ফাঁদে ফেলতেই মজুত করা হয়েছিল বিস্ফোরক? প্রশ্ন উঠছে। উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হানায় যে চারজন জঙ্গি যুক্ত থাকার খবর মিলেছে, তাদের মধ্যে দুইজন কাশ্মীরের বাসিন্দা এই আদিল গুরে ও আসিফ শেখ, যাদের বাড়ি সেনারা উড়িয়ে দিল।