বাংলা হান্ট ডেস্কঃ সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ রাজ্য সরকার। রাজ্যের আবেদন, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আদালত যে স্থগিতাদেশ দিয়েছে, তা তুলে নেওয়া হোক। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে মৌখিকভাবে এই আবেদন জানায় রাজ্য। এরপরই বড় নির্দেশ দিলেন জাস্টিস বসু।
রাজ্যের আবেদনে বড় নির্দেশ হাইকোর্টের | Calcutta High Court
হাইকোর্টে রাজ্যের আর্জি, স্থগিতাদেশ সরিয়ে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে দেওয়া হোক। এদিন রাজ্যের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জানায় কোনও মৌখিক প্রতিশ্রুতি বা হলফনামা নয়, স্পষ্ট লিখিত আবেদন করতে হবে রাজ্যকে। প্রসঙ্গত, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে আগেই মামলা হয়েছিল হাইকোর্টে।
নিউমেরারি পোস্ট নিয়ে রাজ্যের নেওয়া সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পরে ডিভিশন বেঞ্চ হয়ে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। সেই মামলায় সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত নিউমেরারি পোস্ট নিয়ে মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এই নিয়েই এবার সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে চেয়ে হাইকোর্টে
রাজ্য।
ভিডিও দেখুন: https://youtu.be/2KQg6UrOwq0?si=N0sowLPfplEMikjj
এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মামলায় অন্তর্বতী স্থগিতাদেশ রয়েছে। তাই এই মুহূর্তে নিয়োগ সম্ভব নয়। রাজ্য জানায়, ২০২৩-এর ১৮ এপ্রিল হাইকোর্ট সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সম্পর্কিত যে নির্দেশ দিয়েছিল, তা প্রত্যাহার করলে রাজ্য সিদ্ধান্ত নিতে পারবে।
আরও পড়ুন: গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন দিন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
বিচারপতির প্রশ্ন, “রাজ্য কী আজ এই মুহূর্তে চাকরি দিতে প্রস্তুত? মৌখিক আর্জির ভিত্তিতে নয়। আপনারা আবেদন করুন। আমি এটা নিয়ে সিদ্ধান্ত নেব।” সুপ্রিম কোর্ট কী কী ক্ষেত্রে বাধা দিয়েছে তা জানতে চেয়েছেন বিচারপতি। শীর্ষ আদালতে রাজ্যের বক্তব্য জানতে চান বিচারপতি। দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের বক্তব্য জানানোর কথা বলা হয়। এরপরই রাজ্যের আইনজীবী হলফনামা জমা দেওয়ার কথা বলেন। ৬ মে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।