বাংলা হান্ট ডেস্কঃ বৈশাখী দহনে পুড়ছে বাংলা। ইতিমধ্যেই একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্যাপসা, অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। আবহাওয়ার দিকে নজর রেখে আগেভাগেই গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বুধবার তথা ৩০ এপ্রিল থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে ‘সামার ভ্যাকেশন’ শুরু হচ্ছে। এখন প্রশ্ন হল, কতদিন চলবে এই ছুটি?
গরমের ছুটি (Summer Vacation) কাটিয়ে কবে খুলবে বিদ্যালয়?
ভরা বসন্তেই রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। মাঝে একটানা বৃষ্টির জেরে খানিক স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। তবে ফের হু হু করে বাড়ছে গরম। এই প্রখর রোদে স্কুলে যাওয়া, সেখানে গিয়ে ক্লাস করা বেশ চাপের। সেই কারণে পড়ুয়াদের স্বাস্থ্য ও সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কতদিন চলবে এই ছুটি?
গত বছর রাজ্যের ছাত্রছাত্রীরা একটানা অনেকদিন গরমের ছুটি পেয়েছিল। প্রায় মাস দুয়েক বন্ধ ছিল রাজ্যের নানান বিদ্যালয়। চলতি বছরও যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখে অনেকেই মনে করছেন, আবারও লম্বা গরমের ছুটি মিলতে পারে। আবহাওয়ার দিকে নজর রেখে ‘সামার ভ্যাকেশন’ বাড়াতে পারে সরকার (Government of West Bengal)।
আরও পড়ুনঃ পাকিস্তানি, বাংলাদেশি থেকে রোহিঙ্গা! অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ দেশে
অন্যদিকে চলতি মাসেই স্কুল শিক্ষা দফতরের (School Education Department) তরফ থেকে গরমের ছুটি কতদিন চলবে সেই বিষয়ক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, ৩০ এপ্রিল থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। পরবর্তী নির্দেশ না আসা অবধি এই ছুটি চলবে। অর্থাৎ গরমের ছুটি কাটিয়ে স্কুল কবে খুলবে সেটা ফের বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।
মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে স্কুল শিক্ষা দফতর একথা জানিয়ে দিয়েছে বলে খবর। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, অতিরিক্ত গ্রীষ্মকালীন অবকাশের জেরে যদি পড়ুয়াদের পঠনপাঠনে বিঘ্ন ঘটে, তাহলে বিদ্যালয় খোলার পর বাড়তি ক্লাস নিয়ে সেটা পূরণ করা যেতে পারে।
বিগত কয়েকদিনে রাজ্যের নানান জেলার তাপমাত্রা হু হু করে বেড়েছে। এইভাবেই যদি তাপমাত্রার পারদ চড়তে থাকে তাহলে স্কুল পড়ুয়ারা লম্বা গরমের ছুটি (Summer Vacation) পেতে পারে। এক মাস নাকি দু’মাস, কতদিন বন্ধ থাকবে বিদ্যালয়? সেটা অফিশিয়াল ঘোষণার পরেই জানা যাবে।