বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। শুক্রবার উচ্চ আদালতের বাইরে আন্দোলন দেখান একদল চাকরিপ্রার্থী। আইনজীবী, বিচারপতিদের বিরুদ্ধে উঠতে থাকে স্লোগান। চেম্বারে প্রবেশ করার আগে দুই সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ও ফিরদৌস শামিম (Firdous Samim) বিক্ষোভের সম্মুখীন হন। তাঁদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।
হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে নজিরবিহীন বিক্ষোভ!
গতকাল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে সুপার নিউমেরারি পোস্ট বিষয়ক মামলা উঠেছিল। বিচারপতি এদিন রাজ্যের মৌখিক আবেদন শুনতে চাননি। তিনি বলেন, লিখিত আর্জি জানাতে হবে। আবেদন করলে বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন জাস্টিস বসু।
অন্যদিকে এই মামলাতেই (Supernumerary Post Case) কেন দ্রুত রায় দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন তুলে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখান একদল চাকরিপ্রার্থী। উচ্চ আদালত চত্বরে চেম্বারে প্রবেশ করার আগে বিক্ষোভের মুখে পড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম। এমনই অভিযোগ উঠেছে। সেই সঙ্গেই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে ঘেরাও করা হয় বলে খবর। আইনজীবীদের দাবি, তাঁদের বোতল ছুঁড়ে মারারও চেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুনঃ একটানা ২ মাস মিলবে গরমের ছুটি? কবে খুলবে স্কুল? পড়ুয়াদের জন্য বড় খবর
বিক্ষোভকারী ওই চাকরিপ্রার্থীদের দাবি, ওই মামলা প্রত্যাহার করতে হবে ও এই নিয়ে আর কোনও মামলা চলতে দেওয়া যাবে না। এই মামলার কারণেই নিয়োগ আটকে রয়েছে, দাবি আন্দোলনকারীদের। গতকাল বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) বেঞ্চে সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি শেষ হওয়ার পরেই শুরু হয় বিক্ষোভ। আইনজীবীদের জুতো দেখান আন্দোলনকারীরা।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা হাইকোর্ট চত্বরে কীভাবে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভকারীরা পুলিশের সামনে বসে রইল? উঠছে এই প্রশ্ন। আইনজীবীরা এই নিয়ে যদি আদালতে কোনও সওয়াল করেন, তাহলে এভাবেই আদালত চত্বরে তাঁদের হেনস্থা হতে হবে? দেখা দিয়েছে এই প্রশ্নও।
অন্যদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। বহুক্ষেত্রে মামলা রয়েছে, আটকে রয়েছে নিয়োগ। এবার সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলা নিয়ে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে ক্ষোভ দেখালেন একদল আন্দোলনকারী। বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবীরা।