বাংলা হান্ট ডেস্ক: পহেলগাঁও-তে নৃশংস সন্ত্রাসবাদী হামলার (Pahalgam Terror Attack) বিষয়ে এবার প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা BCCI-এর প্রাক্তন চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ভারতের উচিত পাকিস্তানের সাথে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক দশকেরও বেশি সময় ধরে ভারত এবং পাকিস্তান কেবল ICC ইভেন্ট বা এশিয়া কাপে ম্যাচ খেলেছে। যার মধ্যে রয়েছে T20 বিশ্বকাপ, ODI বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ। তবে, সৌরভ গাঙ্গুলি চান যে ভারত যেন পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচেই না খেলে।
পহেলগাঁও-তে নৃশংস হামলার (Pahalgam Terror Attack) প্রসঙ্গে কী জানালেন সৌরভ:
এই প্রসঙ্গে ANI-এর সাথে কথা বলার সময়ে সৌরভ গাঙ্গুলি বলেন, “১০০ শতাংশ, এটি (পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করা) করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটা কোনও রসিকতা নয়। প্রতি বছরই এমন ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ (Pahalgam Terror Attack) সহ্য করা যাবে না।”
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০০৮ সাল থেকে ভারত পাকিস্তান সফর করেনি। টিম ইন্ডিয়া শেষবার পাকিস্তানে খেলেছিল এশিয়া কাপে। তবে, দুই দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজটি হয়েছিল ২০১২-১৩ সালে।
আরও পড়ুন: সবসময় পাশে আছি! পেহেলগাঁও হামলার পর ভারতের উদ্দেশ্যে বিরাট বার্তা ইজরায়েলের
এদিকে, সম্প্রতি সম্পন্ন হওয়া ICC চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েও ভারত পাকিস্তানে সফর করেনি। পরিবর্তে, টিম ইন্ডিয়া তাদের সমস্ত ম্যাচ দুবাইতে একটি হাইব্রিড মডেলের অধীনে খেলেছে। এছাড়াও, ICC সভাপতি জয় শাহ ২০২৪-২৭ চক্রের যে ICC ইভেন্টগুলি ভারত বা পাকিস্তানে আয়োজিত হবে সেই সমস্ত ICC ইভেন্টের জন্য হাইব্রিড মডেলের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশে এবার ভারতের বিরুদ্ধেই প্রতিবাদ! দূতাবাসের দিকে এগিয়ে চললেন হাজার হাজার মানুষ
প্রসঙ্গত উল্লেখ্য যে, পহেলগাঁও-তে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদীদের গুলিতে (Pahalgam Terror Attack) ২৬ জন নিহত হয়েছেন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন নিরীহ পর্যটক। এদিকে, এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকার বেশ কিছু কূটনৈতিক ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে আটারিতে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (ICP) বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের জন্য SAARC ভিসা অব্যাহতি প্রকল্প (SVES) স্থগিত করা, পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া, উভয় পক্ষের হাইকমিশনে আধিকারিকদের সংখ্যা হ্রাস করা ও সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করার মতো বিষযগুলি।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: