মা উড়ালপুল নিয়ে বড় সিদ্ধান্ত! জারি করা হল নয়া বিজ্ঞপ্তি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে রাত, মা উড়ালপুল (Maa Flyover) দিয়ে যাতায়াত করেন প্রচুর মানুষ। নিত্যদিনের যাতায়াতের জন্য অনেকেরই ভরসা এই রুট। তবে এবার কলকাতার (Kolkata) অন্যতম ব্যস্ত এই ফ্লাইওভার (Flyover) নিয়েই বড় খবর। আগামী ২৮ এপ্রিল থেকে রোজ ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকবে মা উড়ালপুল। কতদিন? ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে।

কতদিন ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকবে মা উড়ালপুল (Maa Flyover)?

শহর কলকাতার একাধিক ব্যস্ততম পথ রয়েছে। তার মধ্যে অন্যতম হল মা উড়ালপুল। স্বল্প সময়ে নিজের গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকেই এই রুট দিয়ে যাতায়াত করেন। তবে আগামী সোমবার থেকে ২৭ মে অবধি প্রত্যেকদিন ৭ ঘণ্টা করে এই ফ্লাইওভার বন্ধ রাখা হবে। কটা থেকে কটা অবধি উড়ালপুল বন্ধ থাকবে সেটাও জানানো হয়েছে।

সম্প্রতি কলকাতা পুলিশের (Kolkata Police) ট্র্যাফিক বিভাগের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে মা উড়ালপুল ৭ ঘণ্টা ধরে বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সায়েন্স সিটি থেকে পিটিএস মুখী অংশ বন্ধ থাকবে। রোজ রাত ১১টা থেকে ভোর ৬টা অবধি যান চলাচল বন্ধ রাখা হবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ।

আরও পড়ুনঃ আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে বিকাশ, ফিরদৌস! দুই আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ

জানা যাচ্ছে, যাতায়াতকারীদের সুবিধার জন্য বিকল্প পথে যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ই এম বাইপাস থেকে কলকাতা শহরের পশ্চিমমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ইএম বাইপাস থেকে এই রুটের যানবাহনগুলি এই এক মাস পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নং ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, কংগ্রেস এক্সিবিশন রোড, আমির আলি অ্যাভিনিউ/ নাসিরুদ্দিন রোড থেকে এজেসি ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

Maa Flyover closed

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে দুর্ঘটনা এড়াতে মা উড়ালপুলে (Maa Flyover) যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বাইক চলাচলের ক্ষেত্রে রাত ১০টা থেকে ভোর ৬টা অবধি নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে যদিও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল। তবে এবার উড়ালপুলের রক্ষণাবেক্ষণের জন্য এক মাসের জন্য রোজ ৭ ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। বিজ্ঞপ্তি জারি করে আগেভাগেই সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X