‘হয় জল বইবে নইলে ভারতীয়দের রক্ত..,’ সিন্ধু চুক্তি স্থগিত হতেই ভ্যাবাচাকা পাকিস্তান! শুরু হুমকি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীর হামলা (Kashmir Attack) নিয়ে তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক (India Pakistan relation)। গত মঙ্গলবার জঙ্গি গুলিতে প্রাণ হারিয়েছেন ২৭ জন ভারতীয়। সমগ্র দেশবাসীর এখন একটাই দাবি, ‘বদলা চাই’। এরই মধ্যে পাকিস্তান (Pakistan) নিয়ে কঠোর অবস্থান নিয়েছে দিল্লি। পড়শি দেশকে ‘টাইট’ দিতে নেওয়া হয়েছে একাধিক বড় পদক্ষেপ। ভারত (India) সিন্ধু জলচুক্তি স্থগিত (Indus Treaty) করেছে। তাতেই জোর বিপাকে পাকিস্তান।

খুলে গেল মুখোশ! Pakistan

মুখে কিছু না বললেও ভারত সিন্ধু চুক্তি স্থগিত করাতে পাকিস্তানকে যে ভালই বেগ পেতে হচ্ছে সেই নিয়ে দ্বিমত নেই কোনো মহলে। এরই মধ্যে এবার পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পিপিপির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারির মুখে শোনা গেল সিন্ধু চুক্তি নিয়ে বড়সড় হুঁশিয়ারি। আগেই ভারতের এই সিদ্ধান্ত ‘অবৈধ’ বলে একপ্রকার বার্তা দিয়েছে পাকিস্তান। এবার সরকারি হুমকি পাক নেতার।

শুক্রবার এক জনসভা থেকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির দাবি, “সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে। হয় আমাদের জল এই নদী দিয়ে বইবে, নাহলে ওদের রক্ত বইবে।” তাঁর কথায়, পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলছে ভারত। নিজের দুর্বলতা ঢাকতে মোদী মিথ্যা অভিযোগ সাজিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন।

ভিডিও দেখুন: https://youtu.be/B5ztiCzznTI?si=kpALKCjbtTJERJ_7

পাক নেতার সাফ দাবি, ‘সিন্ধু সভ্যতা আসলে পাকিস্তানেরই। ভারতকে বলতে চাই, সিন্ধু আমাদের। আর আমাদেরই থাকবে।’ পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু সভ্যতার বাহক বলে তা ভারতের দাবি করুক না কেন, আসল সভ্যতা ছিল মহেঞ্জোদারোতে। পাকিস্তানই এই সভ্যতার প্রকৃত বাহক।

India has put Pakistan in a dire situation.

আরও পড়ুন: “পহেলগাঁওয়ে আমরা হামলা করিনি”, ভারতের ভয়েই দিশেহারা অবস্থা? বিবৃতি জারি করে পাল্টি খেল TRF

যদিও বিশেষজ্ঞরা বলছেন, সিন্ধু নদীর রাশ ভারতেরই হাতেই। সিন্ধুর জল নিয়ন্ত্রণ করলে পাকিস্তানের কৃষিক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সব দিকেই এর বড়সড় প্রভাব পড়বে। এখানে উল্লেখ্য, পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমিতেই জলের জোগান দেয় এই সিন্ধু নদী।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X