বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরে হামলার ঘটনা একদিকে যেমন দেশজুড়ে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আবার ভূস্বর্গ নিয়ে নতুন করে আতঙ্কও দানা বেঁধেছে আমজনতার মনে। পহেলগাঁওতে হামলার পর কার্যত দুভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একপক্ষ দাবি করছে কাশ্মীর বয়কট করার। কাশ্মীরে ঘুরতে না যাওয়ার কথা বলছেন তারা। আরেক পক্ষের মত আবার সম্পূর্ণ বিপরীত। এমতাবস্থায় পহেলগাঁও হামলা এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা সুনীল শেট্টি (Sunil Shetty)। দেশবাসীর উদ্দেশ্যে কাশ্মীর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ‘আন্না’।
কাশ্মীর নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি (Sunil Shetty)
সম্প্রতি লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সুনীল (Sunil Shetty)। সেখানে পহেলগাঁও হামলা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা স্পষ্ট বলেন, ষড়যন্ত্রের সামনে মাথা নোয়ানো যাবে না। সুনীলের (Sunil Shetty) কথায়, ‘যারা আতঙ্ক এবং বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্রের সামনে কিছুতেই মাথা নোয়ানো যাবে না। কাশ্মীর আমাদের ছিল আর আমাদেরই থাকবে’।
কাশ্মীরে ঘুরতে যাবেন অভিনেতা: তিনি আরো বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই সামরিক বাহিনী, রাজনৈতিক নেতা থেকে বেসামরিক নাগরিকরাও এখানে শান্তি স্থাপন করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছে। সেই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, আগামী ছুটিতে তিনিও যাবেন কাশ্মীর। অভিনেতার এই মন্তব্যে কার্যত দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন নেটিজেনরা।
আরো পড়ুন: আজই হত ২৫ বছর, জন্মদিনের দুদিন আগেই কেড়ে নিল মৃত্যু! মিশার প্রয়াণে শোকস্তব্ধ ভক্তরা
কী বলছেন নেটিজেনরা: অনেকেই সুনীলের (Sunil Shetty) প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, অবশেষে কেউ বুদ্ধিমানের মতো কথা বললেন। আবার কেউ কেউ কটাক্ষ করেছেন, সুনীল শেট্টি (Sunil Shetty) যাবেন নিরাপত্তা নিয়ে। কিন্তু সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় পাবে? প্রাণের ঝুঁকি নিয়ে ঘুরতে যেতে হবে তাদের।
আরো পড়ুন : ডেডলাইন শেষ, ঘোরালো হচ্ছে ভারত-পাক পরিস্থিতি, আদনান সামিও এবার ছাড়বেন দেশ?
প্রসঙ্গত, কাশ্মীর হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বন্ধ করা হয়েছে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং বর্তমানে যে পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের ২৬ শে এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান এবং ভারত দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সামরিক পরামর্শদাতাদের। পাশাপাশি এতদিনের সিন্ধু জলচুক্তিও বাতিল করা হয়েছে।