ফের ২% DA বাড়াতে পারে রাজ্য, অক্ষয় তৃতীয়ার আগেই আসতে পারে ‘সুখবর’!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই অক্ষয় তৃতীয়া। শোনা যাচ্ছে তার আগেই ফের একবার বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance)। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে পশ্চিমবঙ্গে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে এখনও কাঙ্খিত ডিএ (DA) মেলেনি। সুপ্রিম কোর্টে চলছে ডিএ বিষয়ক মামলা। এরই মধ্যে শোনা যাচ্ছে, পড়শি রাজ্য বিহারে মহার্ঘ ভাতা বাড়তে চলেছে।

ডিএ বাড়াতে পারে বিহার রাজ্য- Dearness Allowance

কিছুদিন আগেই ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ২% বৃদ্ধি করেছে মোদী সরকার। ৫৫% হয়েছে মহার্ঘ ভাতার পরিমাণ। যা জানুয়ারি, ২০২৫ থেকে লাগু হতে চলেছে। এদিকে কেন্দ্রের দেখানো পথে হেঁটে বেশ কিছু রাজ্যও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিহারের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর আসতে চলেছে।

dearness allowance new

মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছিল, শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির প্রস্তাব হতে পারে। তবে সেই নিয়ে কোনো সুখবর আসেনি এখনও। অক্ষয় তৃতীয়ার আগে ডিএ বৃদ্ধি পেতে পারে বলে জল্পনা জোড়ালো হচ্ছে। সূত্রের সরকার, বিহারে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ২ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

This State Government announce 7th Pay Commission two percent Dearness Allowance DA hike

ভিডিও দেখুন: https://youtu.be/F53fJHa7ai0?si=jLRHI_8DiAnwifgR

উল্লেখ্য, বর্তমানে বিহারের রাজ্য সরকারি কর্মীরা আর সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% হারে ডিএ পাচ্ছে। জল্পনা সত্যি হলে তাদের ডিএ বেড়ে দাঁড়াবে ৫৫%-এ। যার দ্বারা সে রাজ্যের ১০ লক্ষ কর্মী উপকৃত হবেন। ডিএ-র পাশাপাশি হাতে আসবে বকেয়াও। যদিও এখনও সরকার তরফে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি।

আরও পড়ুন: বাংলার পাশেই ‘গোপন’ ঘাঁটি, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে চলছিল এই সব! ধরা পড়তেই ‘ফাঁস’ বিষ্ফোরক তথ্য

dearness allowance

প্রসঙ্গত, কেন্দ্রের তরফ থেকে ডিএ বৃদ্ধির ঘোষণার পর একাধিক রাজ্য সরকার সেই পথে হেঁটেছে। উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, সিকিম সহ একাধিক রাজ্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি হরিয়ানা সরকারও সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% হারে ডিএ, ডিআর বাড়িয়েছে। এবার জল্পনা সত্যি হলে সেই তালিকায় জুড়বে বিহারের নামও।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X