বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের IPL বেশ উত্তেজক হয়ে উঠেছে। প্রতিটি দলই একে অপরকে কড়া টক্কর দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে। আর সেই কারণেই ম্যাচগুলি হয়ে উঠছে রুদ্ধশ্বাস। যদিও, চলতি বছরের IPL এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জন্য খুব একটা ভালো যায়নি। CSK বর্তমানে ৯ টি ম্যাচ খেলেছে। যেখানে মাত্র ২ টি ম্যাচে জয় হাসিল করেছে CSK। এমতাবস্থায় পয়েন্ট টেবিলের একদম নিচে রয়েছে ধোনির দল।
আগামী মরশুমেও CSK (Chennai Super Kings)-র হয়ে খেলবেন ধোনি?
এমতাবস্থায়, ৫ বারের IPL চ্যাম্পিয়ন CSK (Chennai Super Kings)-র এহেন পরিণতি ভক্তদেরও অনেক হতাশ করেছে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, আগামী বছরের IPL-এও ধোনি খেলবেন কিনা এই বিষয়ে মতামত জানিয়েছেন তাঁরই প্রাক্তন সতীর্থ। ইতিমধ্যেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে বড় প্রতিক্রিয়া সুরেশ রায়নার: জানিয়ে রাখি যে, CSK (Chennai Super Kings)-র এই পারফরম্যান্সের কারণে, দলের অভিজ্ঞ খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনিও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কারণ, এবারের IPL-এও তিনি কেমন নজর কাড়তে পারেননি। এবার ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বিশ্বাস করেন যে, ধোনি IPL-এর আরও একটি মরশুম খেলবেন। সুরেশ রায়না যতীন সাপ্রুর সাথে কথোপকথনে জানান যে, “আমি আশা করি CSK পরবর্তী মরশুমে আরও ভালো পরিকল্পনা নিয়ে আসবে এবং ধোনিকে আরও একটি মরশুমে খেলতে দেখা যাবে।”
আরও পড়ুন: ভারতের সেনাবাহিনী “অকেজো”, পহেলগাঁও হামলার প্রমাণ চেয়ে বিষ উগরে দিলেন শাহিদ আফ্রিদি
চেন্নাই সুপার কিংস সম্পর্কে কী জানান রায়না: এই মরশুমে চেন্নাই সুপার কিংসের বিশ্লেষণ করে রায়না বলেন যে CSK (Chennai Super Kings)-র গোটা শিবিরের মধ্যে কোনও সমন্বয় নেই। ফিল্ডিং থেকে শুরু করে ব্যাটিং বা বোলিং সবকিছুতেই এবার ব্যর্থ হয়েছে ওই দল। তিনি আরও বলেন, আগামী মরশুমের জন্য দলের ভিত্তি নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজির ওপর।
আরও পড়ুন: ভারতে থেকে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য! সামনে এল কাশ্মীরের ১৪ জন সক্রিয় সন্ত্রাসবাদীর নাম-পরিচয়
“ধোনি পুরো দলকে বহন করছেন”: সুরেশ রায়না আরও বলেন, ধোনি পুরো দলকে নিজের কাঁধে করে বহন করছেন। ধোনি তাঁর নাম, ব্র্যান্ড এবং অনুরাগীদের জন্য খেলছেন। ৪৩ বছর বয়সেও তিনি এখনও CSK (Chennai Super Kings)-র হয়ে চেষ্টা করছেন। এদিকে, দলের বাকিদের প্রসঙ্গে প্রশ্ন তুলে রায়না বলেন, “ধোনি তাঁর কাজ করছেন, কিন্তু বাকি ১০ জন খেলোয়াড় কী করছেন?”