“আর সার্জিক্যাল স্ট্রাইক নয়”, এবার PoK দখলের দাবি জানালেন অভিষেক, দিলেন কড়া বার্তা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার (Kashmir Attack) ঘটনা ঘটে। যেখানে প্রাণ হারান ২৬ জন। যাঁদের মধ্যে অধিকাংশজনই ছিলেন পর্যটক। এদিকে, এই নৃশংস ঘটনার পরেই রীতিমতো গর্জে ওঠে সমগ্র দেশ। ঠিক এই আবহেই এবার এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই প্রসঙ্গে রবিবার “এক্স” হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন।

কাশ্মীরে হামলার (Kashmir Attack) প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দিলেন অভিষেক?

সেখানে তিনি স্পষ্ট জানান, কাশ্মীরে এই ভয়াবহ জঙ্গি হামলার (Kashmir Attack) পেছনে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে শুধুমাত্র “ন্যারেটিভ” ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার কাজ বলেও জানান তিনি।

অভিষেক “এক্স” হ্যান্ডেলে লিখেছেন, “বিগত বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন বৈদ্যুতিন সংবাদমাধ্যম এবং কেন্দ্র সরকারের পদক্ষেপ লক্ষ্য করেছিলাম। পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার (Kashmir Attack) পেছনে নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্ত না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যেটি একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধার্থেই কাজ করছে।”

আরও পড়ুন: আগামী বছরেও IPL খেলবেন ধোনি? রাখঢাক না রেখে বড় আপডেট সামনে আনলেন বন্ধু সুরেশ রায়না

এর পাশাপাশি অভিষেক আরও জানান, “এই বিষয়টি এখন আর শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী জবাবের সময় নয়। যারা যে ভাষায় বোঝে, এবার সেই ভাষাতেই তাদের কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে। পাক অধিকৃত কাশ্মীর এবার পুনরুদ্ধার করা হোক।”

আরও পড়ুন: ভারতের সেনাবাহিনী “অকেজো”, পহেলগাঁও হামলার প্রমাণ চেয়ে বিষ উগরে দিলেন শাহিদ আফ্রিদি

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে পুলওয়ামার পর ভূস্বর্গের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার (Kashmir Attack) ঘটনা ঘটে। যেখানে বৈসরন ভ্যালির একটি রিসর্টে পর্যটকদের ওপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, হামলার সময়ে নিরীহ পর্যটকদের প্রথমে পরিচয় এবং ধর্ম জানানো হয়। মূলত, অমুসলিমদেরই ওই হামলায় টার্গেট করা হয়েছিল। পাশাপাশি, ওই নৃশংস হামলায় ওপর হামলা চালায় জঙ্গিরা। হামলার সময় ধর্মীয় প্রায় ৪০ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X